AC Vs Cooler: ১.৫ টনের এসি না কুলার, বিদ্যুতের বিল কোনটায় কম আসবে? জানুন

Last Updated:

AC Vs Cooler: কম বিদ্যুৎ খরচ করবে এবং প্রতি মাসে টাকাও বাঁচানো যাবে কীভাবে সেটাই এবার জেনে নেওয়া যাক

AC Vs Cooler:  গ্রীষ্মের এই কয়েকটি মাসে সারা দেশেই তাপমাত্রা বাড়তে দেখা যায়। অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। ভিতরে হোক বা বাইরে, এই সময় ঘাম এবং শুষ্ক গলা এই দুটি সমস্যা দেখা যায়। এমনকি গাছের ছায়াও এই সময় জ্বলন্ত তাপ থেকে নিস্তার দেয় না। এমন পরিস্থিতিতে মানুষ এসি ও কুলারের আশ্রয় নেয়। এতে গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও পকেটের খরচ বেড়ে যায়। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে, এসি লাগানো ভাল না কি লোহার কুলার, এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। কম বিদ্যুৎ খরচ করবে এবং প্রতি মাসে টাকাও বাঁচানো যাবে কীভাবে সেটাই এবার জেনে নেওয়া যাক।
আজ আমরা জানাব যে, একটি ভাল, বড় আয়রন কুলার ব্যবহার করলে এটি কি এসির তুলনায় সাশ্রয়ী হবে না কি ব্যয়বহুল। এর জন্য আমরা এটিকে ১.৫ টন এসির সঙ্গে তুলনা করব যার ৫ স্টার রেটিং রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ৫ স্টার রেটিং সহ যন্ত্রগুলি সর্বনিম্ন বিদ্যুৎ খরচ করে। বিদ্যুৎ বিলের তুলনা করার জন্য, আমরা গড় ইউনিট খরচ ৭ টাকা ধরে নিয়েছি।
advertisement
advertisement
কুলার দৈনিক কত বিদ্যুৎ খরচ করবে?
যাঁদের কাছে একটি পুরানো লোহার কুলার আছে, সেই এই কুলারটি প্রতি ঘণ্টায় ৪০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে। এভাবে দিনে ১২ ঘণ্টা কুলার চালালে ৪৮০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। যদি এটি ১০০০ ওয়াটের ইউনিট হয়, তাহলে কুলারটি প্রতিদিন ৪.৮ ইউনিট বিদ্যুৎ খরচ করবে। মাসে মোট বিদ্যুৎ খরচ হবে ১৫০ ইউনিট।
advertisement
এসিতে কত বিদ্যুৎ খরচ হয়?
কেউ যদি একটি ১.৫ টন এসি ইনস্টল করেন, এবং সেটি যদি ফাইভ স্টার রেটিংয়ের হয় তবে এসি প্রতি ঘণ্টায় প্রায় ৮৪০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। এটি দৈনিক ১২ ঘন্টা চালানো হলে এটি ১০,০৮০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। যদি ১০০০ ওয়াটের একটি ইউনিট থাকে, তাহলে দৈনিক বিদ্যুৎ খরচ হবে প্রায় ১০ ইউনিট। এর সহজ অর্থ হল এই এসি কুলারের তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ খরচ করবে। এভাবে এক মাসে মোট বিদ্যুৎ খরচ হবে প্রায় ৩০০ ইউনিট।
advertisement
মাসিক বিলের পার্থক্য
উপরে উল্লিখিত হিসাবে, উভয়ের খরচ তুলনা করার জন্য, আমরা ইউনিট পিছু বিদ্যুতের দাম ৭ টাকা ধরে নিই। এভাবে শুধু কুলার চালালেই প্রতি মাসে বিদ্যুৎ বিল হবে ১,০৫০ টাকা। অন্য দিকে, আমরা যদি এসির কথা বলি, প্রতি মাসে এর বিল প্রায় ২,১০০ টাকা হবে। এই ভাবে দেখা যাচ্ছে এসির তুলনায় কুলার চালিয়ে প্রতি মাসে ১,০৫০ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
AC Vs Cooler: ১.৫ টনের এসি না কুলার, বিদ্যুতের বিল কোনটায় কম আসবে? জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement