AC Buying Tips: অনলাইনে এসি কিনবেন ভাবছেন? পুরো টাকাই কিন্তু জলে জেতে পারে, আগে এই বিষয়গুলি জেনে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
অনলাইনে এসি কেনার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যাতে হাজার হাজার টাকা অপচয় হওয়া বাঁচানো যায়
কলকাতা: তীব্র দাবদাহ। গরমে অতিষ্ঠ মানুষ বাড়িতে বা দোকানে এসি ব্যবহার করছেনক, তাই বাজারে এসি, কুলার ও ফ্যানের চাহিদাও বেড়েছে। যাঁরা ক্রমবর্ধমান গরমের কারণে নতুন এসি কেনার কথা ভাবছেন, তাঁদের অনেকেই অনলাইনে কেনার কথাও বিবেচনা করছেন। কেন না, অনলাইনে ডিসকাউন্ট থাকে দোকানের তুলনায় বেশি। তবে, অনলাইনে এসি কেনার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যাতে হাজার হাজার টাকা অপচয় হওয়া বাঁচানো যায়।
১. প্রথমত, জেনে নিতে হবে এসির ম্যানুফ্যাকচারিং ডেট। কারণ প্রতি বছর এসি আপডেট হয় এবং নতুন নতুন ফিচার যুক্ত হয়। তাই পুরনো এসি কিনলে টাকা খরচ করেও কম ফিচার মিলবে। এতে ক্ষতিই হবে।
২. এসি কেনার পর এর চলমান খরচের দিকে খেয়াল রাখতে হবে। তাই কোন এসি কম বিদ্যুৎ ব্যবহার করে তা খুঁজে বের করা জরুরি। কেনার আগে, যদি ইনভার্টার এবং নন-ইনভার্টার এসির মধ্যে কোনও পছন্দ থাকে, তবে ইনভার্টার এসি কেনাই ভাল, কারণ এই এসিগুলি বেশিরভাগই কম বিদ্যুৎ খরচ করে। এতে বিদ্যুৎ বিল কমবে এবং অর্থ সাশ্রয় হবে। তবে এটি কিনতে একটু বেশি খরচ হতে পারে।
advertisement
advertisement
৩. প্রতিটি এসির ঠান্ডা করার ক্ষমতা আলাদা। তাই এসি কেনার সময় ঠান্ডা করার ক্ষমতার কথা মাথায় রাখতে হবে। একটি সাধারণ এয়ার কন্ডিশনারের শীতল করার ক্ষমতা ৫০০০ ওয়াট। যত বেশি ওয়াট, শীতল করার ক্ষমতাও তত বেশি। তাই রুম এবং প্রয়োজন অনুযায়ী এসি কেনা উচিত। কেনার আগে জেনেনিন এসির কুলিং পাওয়ার কত।
advertisement
৪. কোন এসি কেনা উচিত? উইন্ডো এসি না স্প্লিট এসি? ঘরে যদি কোনও জানলা থাকে তাহলে উইন্ডো এসি কেনা যেতে পারে এবং যদি ঘরে কোনও জানলা না থাকে তাহলে স্প্লিট এসি কিনতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 3:56 PM IST