উনিশে ১৯ দখল! জানুয়ারিতে ব্রিগেডের ডাক মমতার

Last Updated:

দিল্লিতে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ তিনি ৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: প্রত্যাশা ছিলই ৷ হলও তাই ৷ একুশের মঞ্চ থেকেই লোকসভায় লড়াই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বছর ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিলেন তৃণমূলনেত্রী ৷ ওই সমাবেশে একাধিক রাজ্যের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলেও জানালেন মমতা৷
দিল্লিতে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ তিনি ৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন একুশের মঞ্চ থেকে অনাস্থা ভোটে মোদীর জয়কে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, 'আজ যদি জয়ললিতা বেঁচে থাকতেন, এআইএডিএমকে-র ভোট পেত না বিজেপি ৷ ২০১৯ সালে দেশ থেকে বিজেপি উত্‍‌খাত হবে বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী ৷ বিহার-পঞ্জাব-রাজস্থানেও ২০১৯-এ হারবে বিজেপি৷'
advertisement
advertisement
দিল্লি জোটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই কাণ্ডারি, তা আরও স্পষ্ট হয়ে গেল এ দিন মুখ্যমন্ত্রীর ব্রিগেডের সভার ডাকে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, একুশের অঙ্গীকার, ৪২ এ ৪২৷ ১৯ জানুয়ারি ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন অন্য রাজ্যের নেতারাও ৷ ১৯ জানুয়ারি ব্রিগেড থেকেই কেন্দ্র দখলের ডাক দিলেন মমতা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উনিশে ১৯ দখল! জানুয়ারিতে ব্রিগেডের ডাক মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement