সুপারস্টার জিৎ-এর বাড়ি থেকে উদ্ধার হল অনেক বছরের পুরনো গুপ্তধন !

Last Updated:
#কলকাতা: গুপ্তধন ৷ সে কথা তো সবার কাছেই প্রিয় ৷ তবে গুপ্তধন উদ্ধার করার ভাগ্য কি আর সবার থাকে? না থাকে না ৷ আবার কতই মানুষেরই তো টাকা জমানোর অভ্যাস থাকে ৷ আর সেই টাকা যাতে সুরক্ষিত থাকে, সে জন্য কতই না চেষ্টা ৷
নিজের জমানো টাকা যখের মতো আগলে রাখা, সে তো কত মানুষের অভ্যাস ৷ আবার ছোট থেকেই অনেককে সঞ্চয়ী হওয়ার পাঠ দেওয়া হয় ৷ তাই তো অনেক শিশুই তাদের পাওয়া টাকা জমিয়ে রাখে ৷
এমন অভ্যাস ছিল টলি সুপারস্টার জিতেরও ৷ আদতে ব্যবসায়ী পরিবারের ছেলে এই নায়ক ৷ ছোট থেকেই সঞ্চয়ী ছিলেন তিনি ৷ এমনকী অভিনয়ে আসার আগে তিনিও পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ৷ তার সঙ্গেই টুকটাক মডেলিং ৷ এবং মডেলিং করতে করতেই ছবিতে অভিনয় ৷ সে যাই হোক, ছোটবেলাতেও যে টাকা-পয়সা জমাতেন জিৎ, তার প্রমাণ মিলল তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে ৷
advertisement
advertisement

Look what I discovered.. My Piggy Bank.. when I was in my early teens. #PRECIOUS

A post shared by Jeet (@jeet30) on

advertisement
আসলে টিনএজের প্রথমদিকে একটি বেবি পাউডার কোম্পানির কৌটোয় টাকা-পয়সা জমাতেন জিৎ ৷ সেটাই ছিল তাঁর ‘পিবি ব্যাঙ্ক’৷ এতদিন নায়কের সেই ‘পিগি ব্যাঙ্ক’টি উধাও ছিল ৷ হঠাৎই সেটি খুঁজে পান এই তারকা ৷ সেই কারণে বেজায় খুশি তিনি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুপারস্টার জিৎ-এর বাড়ি থেকে উদ্ধার হল অনেক বছরের পুরনো গুপ্তধন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement