Yashasvi Jaiswal Brother Tejaswi Jaiswal Story: ভাইয়ের জন্য ক্রিকেট ছেড়ে সেলসম্যানের চাকরি নিয়েছিলেন! দাদার ঋণ মেটালেন যশস্বী, শেখাচ্ছেন ব্যাটিংও

Last Updated:

ক্রিকেট ছাড়লেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি তেজস্বী৷ গত ৬ ডিসেম্বর ত্রিপুরার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত অর্ধশতরানের পর তাঁর সেই স্বপ্ন অনেকটাই গতি পেয়েছে৷

দাদা তেজস্বীর সঙ্গে যশস্বী জয়সওয়াল৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে৷
দাদা তেজস্বীর সঙ্গে যশস্বী জয়সওয়াল৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে৷
নিজে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন৷ কিন্তু পরিবারের যা আর্থিক অবস্থা, তাতে নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে গেলে অনিশ্চিত হয়ে পড়বে ছোট ভাইয়ের ক্রিকেট ভবিষ্যৎ৷
তাই ইচ্ছে না থাকলেও একরকম বাধ্য হয়েই সেলসম্যানের চাকরি নিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন তেজস্বী জয়সওয়াল৷ যার আর একটি পরিচয় হল তিনি ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের দাদা৷ তেজস্বী সেদিন ভাইয়ের জন্য এই আত্মত্যাগ করেছিলেন বলেই পরিবারের আর্থিক অনটন সত্ত্বেও মুম্বইয়ে ক্রিকেটার হওয়ার সাধনা চালিয়ে যেতে পেরেছিলেন ছোট ভাই যশস্বী৷ আর সেলসম্যানের চাকরি নিয়ে ভাইয়ে স্বপ্নপূরণের ভার নিয়েছিলেন তাঁর দাদা৷
advertisement
তবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি তেজস্বী৷ গত ৬ ডিসেম্বর ত্রিপুরার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত অর্ধশতরানের পর তাঁর সেই স্বপ্ন অনেকটাই গতি পেয়েছে৷ নিজে জাতীয় দল এবং আইপিএলে নিজের জায়গা পাকা করার পর দাদার ঋণ মিটিয়েছেন ভাই যশস্বীও৷ ভাইয়ের মতোই তেজস্বীও বাঁ হাতে ব্যাটিং করেন, সঙ্গে মিডিয়াম পেস বোলিংও করেন তিনি৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে সুপার ওভারে ত্রিপুরার দুরন্ত জয়ের নায়কও তেজস্বী৷ ২৮ বছর বয়সি তেজস্বী নিজেই জানিয়েছেন, সময় পেলে এখন তাঁকে ব্যাটিংও শেখান যশস্বী৷ দাদাকে ভাই পরামর্শ দিয়ে বলেন, কোনও সময় হার না মানতে, সব সময় ইতিবাচক থাকতে৷
advertisement
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এই লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন তেজস্বী নিজেই৷ তাঁর কথায়, ‘চাকরি করলেও পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারতাম না৷ কিন্তু কিছুদিন এ ভাবে চলার পর একরকম বাধ্য হয়েই চাকরিটাকে নিজের ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিলাম৷ কিন্তু মনের মধ্যে আশা ছিল, ভাই একদিন বড় কিছু করতে পারলে আবার আমার ভাগ্যের চাকাও ঘুরতে পারে৷ আবার হয়তো আমি ক্রিকেট খেলতে পারব৷’
advertisement
তেজস্বী বলে চলেন, ‘কোনওদিন ভাবিনি যে আর ক্রিকেট খেলতে পারব না৷ ভাইকেও আমি সেকথাই বলতাম৷ নিজেকে প্রতিষ্ঠিত করার পর ভাইও আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে৷ ওর জন্যই আজ আমি আবার খেলতে পারছি৷ ও আমার সবকিছু৷’
তবে এত বছর পরে ক্রিকেটের মূলস্রোতে ফেরাটা তেজস্বীর কাছেও সহজ ছিল না৷ কিন্তু পাশে ছিলেন ভাই যশস্বী৷ ২০১৯ সালে তেজস্বীকে ত্রিপুরার হয়ে খেলার ব্যবস্থা করে দেন যশস্বী৷ কারণ তুলনামূলক ভাবে ছোট দল হওয়ায় ত্রিপুরায় সুযোগ পাওয়াটা ছিল সহজ৷
advertisement
ত্রিপুরা রঞ্জি দলের সঙ্গে কিছু দিন যুক্ত থাকার পর পুরোদমে ক্রিকেট খেলতে ফের দিল্লি ফিরে আসেন তেজস্বী৷ কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় করোনা অতিমারি৷ অন্যান্য সবকিছুর মতো খেলাধুলোও থমকে যায়৷
শেষ পর্যন্ত ২০২১ সালে ক্রিকেটেই পুরোপুরি ফিরতে চাকরি ছেড়ে দেন তেজস্বী৷ এবার অপ্রত্যাশিতভাবে ভাগ্যের সাহায্য পান তিনি৷ সেই সময় করোনা অতিমারির কারণে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যায়৷ কিন্তু অনুশীলনের জন্য রাজস্থান রয়্যালস দলে নেট বোলারের প্রয়োজন ছিল৷ যশস্বীর সঙ্গে সেখানেই চলে যান তেজস্বী৷ তাঁর কথায়, ‘ওখান থেকে ফের আমার ঘুরে দাঁড়ানোর শুরু৷ যেহেতু আমার ওজন অনেকটা বেশি ছিল, তাই অনুশীলনেও আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হত৷’
advertisement
গত ৬ ডিসেম্বর যেদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তেজস্বী অর্ধশতরান করেন, সেদিনই ভারতের হয়ে একদিনের ম্যাচে প্রথম শতরান করেন যশস্বীও৷ একসঙ্গে দুই ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা তেজস্বী-যশস্বীর বাবা৷ ম্যাচের পর দুই ভাই ফোনে কথাও বলেন৷ তেজস্বীকে যশস্বী বলেন, ‘এই মুহূর্তটা উপভোগ করো৷’
তেজস্বী অকপটেই স্বীকার করেন, ভাইকে দেখেই প্রতিদিন ক্রিকেটের শিক্ষা নেন তিনি৷ তেজস্বীর কথায়, ‘ভাই ভারতীয় দলে খেলে৷ আমি ওর থেকে অনেক কিছু শিখি৷ কীভাবে ব্যাট করতে হবে, ভাই আমাকে শেখায়৷ ও আমাকে সবসময় বলে, পরিস্থিতি যাই হোক, ভেঙে পড়বে না৷ আমিও সেটা মাথায় রাখি৷ ‘
advertisement
প্রায় এক দশক পিছনে ফিরে গিয়ে তেজস্বী বলেন, ‘আমরা দু জনেই মুম্বইয়ে প্র্যাকটিস করতে চেয়েছিলাম৷ কিন্তু সেই সময় আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না৷ আর ভাই তখন দারুণ খেলছিল৷ প্রচুর রান করত ও৷ আমি জানতাম, একদিন ও নিজেকে বড় জায়গায় প্রতিষ্ঠিত করবেই৷ ওর মধ্যে সেই সম্ভাবনা ছিল৷ তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই৷’
আজ এতবছর পর তেজস্বীর ক্রিকেটের মূলস্রোতে ফেরার মধ্যে দিয়ে হয়তো সেই বৃত্তই সম্পূর্ণ হল৷ ভাইয়ের জন্য তেজস্বী একদিন যে স্বার্থত্যাগ করেছিলেন, আজ সেই ভাই-ই তাঁর সেই ঋণ অনেকটা ফিরিয়ে দিলেন৷ সঙ্গে ছিল ক্রিকেটের প্রতি তেজস্বীর নির্ভেজাল ভালবাসাও৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yashasvi Jaiswal Brother Tejaswi Jaiswal Story: ভাইয়ের জন্য ক্রিকেট ছেড়ে সেলসম্যানের চাকরি নিয়েছিলেন! দাদার ঋণ মেটালেন যশস্বী, শেখাচ্ছেন ব্যাটিংও
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement