Yashasvi Jaiswal Brother Tejaswi Jaiswal Story: ভাইয়ের জন্য ক্রিকেট ছেড়ে সেলসম্যানের চাকরি নিয়েছিলেন! দাদার ঋণ মেটালেন যশস্বী, শেখাচ্ছেন ব্যাটিংও

Last Updated:

ক্রিকেট ছাড়লেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি তেজস্বী৷ গত ৬ ডিসেম্বর ত্রিপুরার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত অর্ধশতরানের পর তাঁর সেই স্বপ্ন অনেকটাই গতি পেয়েছে৷

দাদা তেজস্বীর সঙ্গে যশস্বী জয়সওয়াল৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে৷
দাদা তেজস্বীর সঙ্গে যশস্বী জয়সওয়াল৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে৷
নিজে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন৷ কিন্তু পরিবারের যা আর্থিক অবস্থা, তাতে নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে গেলে অনিশ্চিত হয়ে পড়বে ছোট ভাইয়ের ক্রিকেট ভবিষ্যৎ৷
তাই ইচ্ছে না থাকলেও একরকম বাধ্য হয়েই সেলসম্যানের চাকরি নিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন তেজস্বী জয়সওয়াল৷ যার আর একটি পরিচয় হল তিনি ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের দাদা৷ তেজস্বী সেদিন ভাইয়ের জন্য এই আত্মত্যাগ করেছিলেন বলেই পরিবারের আর্থিক অনটন সত্ত্বেও মুম্বইয়ে ক্রিকেটার হওয়ার সাধনা চালিয়ে যেতে পেরেছিলেন ছোট ভাই যশস্বী৷ আর সেলসম্যানের চাকরি নিয়ে ভাইয়ে স্বপ্নপূরণের ভার নিয়েছিলেন তাঁর দাদা৷
advertisement
তবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি তেজস্বী৷ গত ৬ ডিসেম্বর ত্রিপুরার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত অর্ধশতরানের পর তাঁর সেই স্বপ্ন অনেকটাই গতি পেয়েছে৷ নিজে জাতীয় দল এবং আইপিএলে নিজের জায়গা পাকা করার পর দাদার ঋণ মিটিয়েছেন ভাই যশস্বীও৷ ভাইয়ের মতোই তেজস্বীও বাঁ হাতে ব্যাটিং করেন, সঙ্গে মিডিয়াম পেস বোলিংও করেন তিনি৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে সুপার ওভারে ত্রিপুরার দুরন্ত জয়ের নায়কও তেজস্বী৷ ২৮ বছর বয়সি তেজস্বী নিজেই জানিয়েছেন, সময় পেলে এখন তাঁকে ব্যাটিংও শেখান যশস্বী৷ দাদাকে ভাই পরামর্শ দিয়ে বলেন, কোনও সময় হার না মানতে, সব সময় ইতিবাচক থাকতে৷
advertisement
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এই লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন তেজস্বী নিজেই৷ তাঁর কথায়, ‘চাকরি করলেও পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারতাম না৷ কিন্তু কিছুদিন এ ভাবে চলার পর একরকম বাধ্য হয়েই চাকরিটাকে নিজের ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিলাম৷ কিন্তু মনের মধ্যে আশা ছিল, ভাই একদিন বড় কিছু করতে পারলে আবার আমার ভাগ্যের চাকাও ঘুরতে পারে৷ আবার হয়তো আমি ক্রিকেট খেলতে পারব৷’
advertisement
তেজস্বী বলে চলেন, ‘কোনওদিন ভাবিনি যে আর ক্রিকেট খেলতে পারব না৷ ভাইকেও আমি সেকথাই বলতাম৷ নিজেকে প্রতিষ্ঠিত করার পর ভাইও আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে৷ ওর জন্যই আজ আমি আবার খেলতে পারছি৷ ও আমার সবকিছু৷’
তবে এত বছর পরে ক্রিকেটের মূলস্রোতে ফেরাটা তেজস্বীর কাছেও সহজ ছিল না৷ কিন্তু পাশে ছিলেন ভাই যশস্বী৷ ২০১৯ সালে তেজস্বীকে ত্রিপুরার হয়ে খেলার ব্যবস্থা করে দেন যশস্বী৷ কারণ তুলনামূলক ভাবে ছোট দল হওয়ায় ত্রিপুরায় সুযোগ পাওয়াটা ছিল সহজ৷
advertisement
ত্রিপুরা রঞ্জি দলের সঙ্গে কিছু দিন যুক্ত থাকার পর পুরোদমে ক্রিকেট খেলতে ফের দিল্লি ফিরে আসেন তেজস্বী৷ কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় করোনা অতিমারি৷ অন্যান্য সবকিছুর মতো খেলাধুলোও থমকে যায়৷
শেষ পর্যন্ত ২০২১ সালে ক্রিকেটেই পুরোপুরি ফিরতে চাকরি ছেড়ে দেন তেজস্বী৷ এবার অপ্রত্যাশিতভাবে ভাগ্যের সাহায্য পান তিনি৷ সেই সময় করোনা অতিমারির কারণে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যায়৷ কিন্তু অনুশীলনের জন্য রাজস্থান রয়্যালস দলে নেট বোলারের প্রয়োজন ছিল৷ যশস্বীর সঙ্গে সেখানেই চলে যান তেজস্বী৷ তাঁর কথায়, ‘ওখান থেকে ফের আমার ঘুরে দাঁড়ানোর শুরু৷ যেহেতু আমার ওজন অনেকটা বেশি ছিল, তাই অনুশীলনেও আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হত৷’
advertisement
গত ৬ ডিসেম্বর যেদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তেজস্বী অর্ধশতরান করেন, সেদিনই ভারতের হয়ে একদিনের ম্যাচে প্রথম শতরান করেন যশস্বীও৷ একসঙ্গে দুই ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা তেজস্বী-যশস্বীর বাবা৷ ম্যাচের পর দুই ভাই ফোনে কথাও বলেন৷ তেজস্বীকে যশস্বী বলেন, ‘এই মুহূর্তটা উপভোগ করো৷’
তেজস্বী অকপটেই স্বীকার করেন, ভাইকে দেখেই প্রতিদিন ক্রিকেটের শিক্ষা নেন তিনি৷ তেজস্বীর কথায়, ‘ভাই ভারতীয় দলে খেলে৷ আমি ওর থেকে অনেক কিছু শিখি৷ কীভাবে ব্যাট করতে হবে, ভাই আমাকে শেখায়৷ ও আমাকে সবসময় বলে, পরিস্থিতি যাই হোক, ভেঙে পড়বে না৷ আমিও সেটা মাথায় রাখি৷ ‘
advertisement
প্রায় এক দশক পিছনে ফিরে গিয়ে তেজস্বী বলেন, ‘আমরা দু জনেই মুম্বইয়ে প্র্যাকটিস করতে চেয়েছিলাম৷ কিন্তু সেই সময় আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না৷ আর ভাই তখন দারুণ খেলছিল৷ প্রচুর রান করত ও৷ আমি জানতাম, একদিন ও নিজেকে বড় জায়গায় প্রতিষ্ঠিত করবেই৷ ওর মধ্যে সেই সম্ভাবনা ছিল৷ তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই৷’
আজ এতবছর পর তেজস্বীর ক্রিকেটের মূলস্রোতে ফেরার মধ্যে দিয়ে হয়তো সেই বৃত্তই সম্পূর্ণ হল৷ ভাইয়ের জন্য তেজস্বী একদিন যে স্বার্থত্যাগ করেছিলেন, আজ সেই ভাই-ই তাঁর সেই ঋণ অনেকটা ফিরিয়ে দিলেন৷ সঙ্গে ছিল ক্রিকেটের প্রতি তেজস্বীর নির্ভেজাল ভালবাসাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yashasvi Jaiswal Brother Tejaswi Jaiswal Story: ভাইয়ের জন্য ক্রিকেট ছেড়ে সেলসম্যানের চাকরি নিয়েছিলেন! দাদার ঋণ মেটালেন যশস্বী, শেখাচ্ছেন ব্যাটিংও
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement