হোম /খবর /খেলা /
ন্যাট স্কিভারের অনবদ্য ইনিংস, প্লে অফে ইউপিকে ১৮৩ টার্গেট দিল মুম্বই

WPL 2023: ন্যাট স্কিভারের অনবদ্য ইনিংস, প্লে অফে ইউপিকে ১৮৩ টার্গেট দিল মুম্বই

উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার জ্বলে উঠল ন্যাট স্কিভার ব্রান্টের ব্যাট। তাঁর ঝড়ো ইনিংসের সৌজন্য ডু অর ডাই ম্যাচ প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল মু্ম্বই ইন্ডিয়ান্স।

  • Share this:

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার জ্বলে উঠল ন্যাট স্কিভার ব্রান্টের ব্যাট। তাঁর ঝড়ো ইনিংসের সৌজন্য ডু অর ডাই ম্যাচ প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল মু্ম্বই ইন্ডিয়ান্স। এদিন ম্যাচে টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ইউপি ওয়ারিয়র্সের অধিায়ক অ্যালিসা হেলি। ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করে হরমনপ্রীত কউরের দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ন্যাট স্কিভার। ইউরপির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সোফি এক্লেস্টোন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় পার্টনারশিপ গড়তে পারেননি দুই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার। ৩১ রানের পার্টনারশিপ করেন হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ২১ রান করে আউট হন যস্তিকা। এরপর ম্যাথিউজের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান ন্যাট স্কিভার ব্রান্ট। দুজনেই বেশ কিছু আক্রমমাত্মক শট খেলেন। ৩৮ রান জুটিতে যোগ করেন তারা। এরপর ব্যক্তিগত ২৬ রানে আউট হন ম্যাথিউজ। একদিক থেকে ন্যাট স্কিভার নিজের আক্রমণাত্মক ইনিংল চালিয়ে গেলেও তাকে এদিন বেশিক্ষণ সঙ্গ দিতে পােনননি হরমনপ্রীত কউর। ১০৪ রানে তৃতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ১৪ রান করে সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক।

আরও পড়ুনঃ Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির

এরপর ন্যাট স্কিভার ও অ্যামেলিয়া কের এগিয়ে নিয়ে যান দলেক স্কোরবোর্ড। দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই তারকা। নিজের অর্ধশতরান পূরণ করেন ন্যাচ স্কিভার ও অ্যামেলিয়া কের জুটি। শেষের দিকে রানের গতিবেগ আরও বাড়ান। ৬০ রানের পার্টনারশিপ করে অবশেষে ভাঙে জুটি। ২৯ রান করে আউট হন অ্যামেলিয়া কের। শেষের দিতে ছোট হলেও ৪ বলে ১১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপরদিকে ৬ মেরে ইনিংস শেষ করেন ন্যাট স্কিভার। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে মুম্বই। ৭২ রানে ন্যাট স্কিভার অপরাজিত থাকেন।

Published by:Sudip Paul
First published:

Tags: Mumbai Indians, Wpl 2023