#সাউদাম্পটন: আত্মবিশ্বাস ফিরে পাওয়া রাহুলই বিশ্বকাপে চার নম্বরে ভারতের সম্পদ হতে পারেন। কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেকেন্ড ডাউনে নেমে ঝকঝকে সেঞ্চুরি পেয়েছেন কর্ণাটকের ডানহাতি। অধিনায়ক বিরাটও চার নম্বরে তাঁর উপরেই আস্থা রাখছেন। তাই টিম ম্যানেজমেন্টের ভাবনায় বিজয় শঙ্কর বা কেদার যাদবকে ছাপিয়ে রাহুলই এখন চার নম্বর স্লটে খেলার বিষয় অগ্রাধিকার পাচ্ছেন। অঘটন না ঘটলে আগামী ৫ জুন সাউদাম্পটনে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে রাহুলই নামতে পারেন ৪-নম্বরে। বিশ্বকাপে রাহুলের সাফল্য নিয়ে আশাবাদী বঙ্গ ক্রিকেটমহলও।
A little warm-up before hitting the nets for #TeamIndia Skipper @imVkohli.#CWC19 pic.twitter.com/OlwbKq0czD
— BCCI (@BCCI) May 30, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।