টি-২০ বিশ্বকাপে আগে ফের ক্রিকেটে ডোপিং, চার বছরের জন্য় নির্বাসিত ক্য়ারিবিয়ান ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ফের ২২ গজে ডোপিংয়ের অভিযোগ। ডোপিং করার দায়ে ৪ বছরের জন্য় নির্বাসিত করা হল এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারকে।
টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ফের কলঙ্কিত হল ক্রিকেট। ফের ডোপিংয়ের কালো ছাড়া ২২ গজে। ডোপিং করার অপরাধে নির্বাসিত হতে হল এক ক্রিকেটারকে। আর কয়েক দিন পরেই সেই দেশ নামবে টি-২০ বিশ্বকাপ খেলতে। তবে অভিযুক্ত ক্রিকেটার জায়গা পাননি বিশ্বকাপের দলে। ডোপিং করার দায়ে নির্বাসিত করা হল ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটার জন ক্য়াম্পবেলকে।
জানা গিয়েছে, বেশ কিছু সময় ধরেই জন ক্য়াম্পবেল ডোপিং করছেন বলে সন্দেহ করা হচ্ছিল। জামাইকা ডোপিং বিরোধী কমিশন বিষয়টি খতিয়ে দেখছিল। কিন্তু জন ক্য়াম্পবেল যখন ডোপিং পরীক্ষার জন্য় নমুনা দিতে অস্বীকার করেন তখন আরও সন্দেহ ঘনীভূত হয়। এপ্রিলে কিংস্টনে নিজের বাড়িতে নমুনা সংগ্রহে ক্যাম্পবেল বাধা দেন বলেও অভিযোগ। এমনকী তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন বলেও দাবি করা হয়েছে।
advertisement
দিনের পর দিন এমনটা চলতে থাকায় বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ডোপিং করেছেন ক্য়ারিবিয়ান ক্রিকেটার। ই আচরণ ডোপ বিরোধী আইনের পরিপন্থী। শেষ পর্যন্ত অন্য় কোনও উপায় না থাকায় জন ক্যাম্পবেলকে চার বছরের জন্য় নির্বাসিত করা হয় জামাইকা ডোপিং বিরোধী কমিশনের তরফ থেকে। দেশের হয়ে ২০টি টেস্ট, ছ’টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলেছেন জন ক্য়াম্পবেল। কিন্তু চার বছর নির্বাসিত হওয়ার ফলে তার ক্রিকেট কেরিয়ার অনিশ্চিৎ হয়ে পড়ল।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 9:15 PM IST