Viral: রিঙ্কুর মার বাউন্ডারি পার! ফিনিশার নাইট কাঁদিয়ে ছাড়লেন কচি অর্শদীপকে, রইল প্রমাণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শেষ বলে কামাল ব্যাট করে চার রান করে দুরন্ত জয় পায় কেকেআর এবং নায়ক হন রিঙ্কু সিং৷
কলকাতা: রিঙ্কু সিং এখন বাঙালির হার্টথ্রব, হ্যাঁ মানে ব্যাটের ক্যারিশমায় আপামর কেকেআর ফ্যানদের মন জিতে নতুন বাজিগর৷ কেকেআর এবার প্লে অফে খেলতে পারুক বা না পারুক এই মরশুমটা এক রিঙ্কু সিংকে চিনিয়ে দিল৷ পঞ্জাবের স্বপ্নে ফুলস্টপ দিয়ে দিলেন রিঙ্কু৷ এদিকে কর্নের মতো হতভাগ্য নায়ক হয়েই থেকে যেতে হল অর্শদীপ সিংকে৷ ম্যাচের শেষ বলের পর চোখ তাই ভরল জলে৷
এদিন লাস্ট ওভারে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান৷ কিন্তু অর্শদীপের কামাল বোলিংয়ে রান নেওয়ার জন্য ছটফট করছিলেন দুই এন্ডে থাকা দুই পাওয়ার হিটার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং৷ রান নিতে মরিয়া রাসেল রান হয় না এমন পরিস্থিতি থেকে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান৷ শার্দুল ঠাকুর নেমেই দৌড়বেন এই মত নিয়েই মাঠে নেমেছিলেন৷ শেষ দুই বলে দুই রান দরকার ছিল৷ ফের শেষের আগের বলে রান নিতে পারেননি ৷ ফলে শেষ বলে দাঁড়ায় ১ বলে ২ রান দরকার৷
advertisement
আরও পড়ুন – PM Cares: কেরলের বন্যায় বিদেশি ত্রাণ নিতে দেওয়া হয়নি, পিএম কেয়ার্সে ৩ বছরে বিদেশি অনুদান ৫৩৫.৪৩ কোটি !
advertisement
রইল শেষ বলের নাটকীয় মুহূর্তের ভাইরাল ভিডিও
WHAT. A. FINISH! 👌 👌
It went right down to the final ball of the match! 👍 👍@rinkusingh235 & @KKRiders held their nerve & how to seal a win over the spirited @PunjabKingsIPL! 👏 👏
Scorecard ▶️ https://t.co/OaRtNpANNb #TATAIPL | #KKRvPBKS pic.twitter.com/9NZLfEzF0l
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
advertisement
অসাধারণ নাটকীয় উত্তেজনায় ভরা ম্যাচে শেষ ওভারে যখন কামাল করছিলেন বল হাতে অর্শদীপ সিং৷ তিনি হতে পারতেন হিরো৷ কিন্তু শেষ বলে কামাল ব্যাট করে চার রান করে দুরন্ত জয় পায় কেকেআর এবং নায়ক হন রিঙ্কু সিং৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 10:25 AM IST