নিজের শহরেই ‘আক্রান্ত’ বিরাট কোহলি

Last Updated:

একদিন আগেই সর্ব সাধারণের জন্য নয়াদিল্লির মাদাম তুসোয় বিরাট কোহলির মূর্তি খুলে দেওয়া হয়েছে ৷ আর তারমধ্যেই বিরাটের গালে হালকা চোট লাগলো ৷

#নয়াদিল্লি : একদিন আগেই সর্ব সাধারণের জন্য নয়াদিল্লির মাদাম তুসোয় বিরাট কোহলির মূর্তি খুলে দেওয়া হয়েছে ৷ আর তারমধ্যেই বিরাটের গালে হালকা চোট লাগলো ৷
কোহিলর এই নতুন মূর্তি দেখার জন্য ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ ভারত অধিনায়কের মূর্তির চারদিকে ভিড় থাকছে সবসময়েই ৷ চলছে সেলফি নেওয়ার হুড়োহুড়ি ৷ মাদাম তুসো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই হুড়োহুড়ির জেরেই বিরাটের মূর্তিতে হালকা চোট লেগেছে ৷
advertisement
advertisement
এদিকে এই চোট দেখার পরই দ্রুত মূর্তি সারানোর জন্য পাঠিয়ে দেওয়া হয় ৷ এখন সেই চোট সারিয়ে ফিরেও এসেছে ৷ মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে এখন আবার সব পুরোপুরি ফিট ৷ বিরাট ফ্যান আবার ঠিক মোমের মূর্তির সঙ্গেই সেলফি নিতে পারবেন ৷
এর আগে মাদাম তুসোয় ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকর ও কপিল দেবের মূর্তি ছিল ৷ তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরাট এই মিউজিয়ামে জায়গা পেলেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
নিজের শহরেই ‘আক্রান্ত’ বিরাট কোহলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement