Virat Kohli Rested: বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে, কত বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচকরা

Last Updated:

আইপিএলের পারফরম্যান্স অবশ্য ভারতীয় ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার জন্য মাপকাঠি ধরা হয় না৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বেশ নড়বড়ে৷

Virat Kohli Rested- Photo- (PTI)
Virat Kohli Rested- Photo- (PTI)
#মুম্বই: বিরাট কোহলি আইপিএল ২০২২ এ নিরাশজনক প্রদর্শন জারি রয়েছে৷ এবারের আইপিএল কোহলির আইপিএল কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের বছর৷ তিনবার গোল্ডেন ডাক করেছেন তিনি৷ অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন তিনি৷ ফলে তাঁর এই খারাপ ফর্মের জেরে এবার তাঁকে বিশ্রাম দেওয়া হক সেই দাবি উঠেছে৷ আইপিএলের ঠিক পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজ দুই দেশ ৫ টি টি টোয়েন্টি খেলবে৷ এই সিরিজের জন্য ভারতীয় দল সিলেক্ট হবে আইপিএল প্লে অফের সময়ে৷ এমন খবর সামনে এসেছে যে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি বিরাট কোহলির সঙ্গে আগে কথা বলতে পারেন৷ সেখানে তাঁরা জানতে চাইবেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম নেবেন কিনা?
টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটির এক সদস্য ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ‘‘এটা এমন একটা পর্ব যেখান দিয়ে প্রতি ক্রিকেটারই যায়৷ বিরাট কোহলিও সেই পর্ব দিয়ে যাচ্ছেন৷ উনি নিশ্চিতভাবেই এই পর্ব থেকে বেরিয়ে আসতে পারবেন৷ কিন্তু সিলেক্টর হওয়ার জন্য প্রথমে দলের বিষয়ে ভাবতে হবে৷ আমাদের ওঁর সঙ্গে কথা বলতে হবে৷ তিনি ক্রিকেট থেকে ব্রেক চান কিনা যাতে তাঁর হারানো ফর্ম ফিরে আসার লড়াই তিনি জারি রাখতে পারবেন৷’’
advertisement
advertisement
ইনসাইড স্পোর্টস সূত্রে যে খবর তাতে শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজই নয় আয়ারল্যান্ড সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে৷
বিরাট কোহলি আইপিএল ২০২২ -র আগেই ব্যাটিংয়ে ফোকাস করবেন হসে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আরসিবি-র অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন৷ কিন্তু তারপরেও আইপিএলের তাঁর ব্যাটিংয়ের পুরনো ঔজ্জ্বল্য দেখা যায়নি৷ ১২ ম্যাচের ১৯ গড়ে ২১৬ রান করেছেন৷ তিনি শতরান করেননি ১০০ ইনিংস পেরিয়ে গেছে৷
advertisement
প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর পরামর্শ মেনে তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি ওপেনিং করেছিলেন৷ কিন্তু সেই সুযোগও ফেল হয়ে যায়৷ আইপিএলের এই সিজনে তাঁর স্ট্রাইকরেট ছিল ১১০ ৷ তাঁর পারফরম্যান্সের নিরিখে এ প্রায় কিছুই নয়৷
আইপিএলের পারফরম্যান্স অবশ্য ভারতীয় ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার জন্য মাপকাঠি ধরা হয় না৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বেশ নড়বড়ে৷ এই কারণেই বিরাট কোহলিকে বিশ্রাম দিতে বলা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Rested: বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে, কত বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement