Virat Kohli: উৎসব পরিণত মৃত্যুমিছিলে!চিন্নাস্বামীর ঘটনায় মুখ খুললেন কোহলি, কী বললেন বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আরসিবির দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি বলেছেন, এই দুঃখজনক ঘটনা সম্পর্কে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না।
বুধবার যখন মাঠের বাইরে এমন মর্মান্তিক ঘটনা ঘটে তখন চিন্নাস্বামীর ভিতরেই ছিল আরসিবি দল। বিজয় উল্লাসে তারা টেরও পাননি বাইরে কী ঘটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিরাট কোহলি লেখেন, “এই বিষয়ে আমার বলার মতো কোনও ভাষা নেই। এই ঘটনাটি আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।”
আরসিবির আইপিএল জয় উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন বুধবার এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে ১১ জন সমর্থক নিহত এবং অন্তত ৩৩ জন আহত হন। বেঙ্গালুরুতে আরসিবি সমর্থকদের জন্য এই বিশেষ দিনটি এক দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ পুলিশ যথাযথভাবে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
advertisement
advertisement
বিরাট কোহলি আরসিবির অফিসিয়াল বিবৃতিও শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সেই বিবৃতির ক্যাপশনে তিনি লেখেন, “আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি।” পদদলিত হওয়ার ঘটনার পরপরই আরসিবির জয় উদযাপন সংক্ষিপ্ত করে ফেলা হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামে কেবলমাত্র আরসিবি অধিনায়ক রজত পতিদার ও বিরাট কোহলি বক্তব্য রাখেন এবং ট্রফি প্রদর্শন করেন।
advertisement
বিরাট কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও ইনস্টাগ্রামে আরসিবির অফিসিয়াল বিবৃতিটি শেয়ার করেন। তিনি একটি হৃদয় ভেঙে যাওয়া ইমোজি ব্যবহার করে শোক প্রকাশ করেন।
advertisement
আরও পড়ুনঃ Krunal Pandya: ফাইনালে এমন বিশ্বরেকর্ড গড়লেন ক্রুণাল পান্ডিয়া, যা আইপিএলের ইতিহাসে কারও নেই
উদযাপনটি শুরু হয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে বিধান সৌধে আরসিবি দলের সাক্ষাৎ দিয়ে। মুখ্যমন্ত্রী আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন দলটিকে সংবর্ধনা জানান। এরপর ফ্র্যাঞ্চাইজি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছানোর সময় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। তবে এই দুঃসংবাদের মধ্যেও মাঠের ভেতরে সীমিত পরিসরে উদযাপন চালিয়ে যাওয়া হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 9:56 AM IST