Virat Kohli: ম্যাচের মাঝেই হঠাৎ বুকে হাত! 'হার্টরেট' চেক করালেন কোহলি, সুস্থ আছেন তো বিরাট?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির একতরপা জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি। ৪৫ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু একটি ঘটনা কোহলিকে নিয়ে বাড়াল উদ্বেগ।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির একতরপা জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি। ৪৫ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো কোহলির ইনিংস। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে বিরাট কোহলির ফ্যানেদের। ম্যাচের মাঝে নিজের হার্টবিট চেক করান কোহলি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।
ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর বিরাট কোহলিকে দেখা যায় সঞ্জু স্যামসনের কাছে যেতে। ১৫তম ওভারের চতুর্থ বলে দু’রান নেন কোহলি। তারপরই দেখা যায় সঞ্জুর সঙ্গে কোনও একটি বিষয়ে কথা বলছেন কোহলি। পরে স্টাম্প মাইকে শোনা যায় তাদের কথা। কোহলি সঞ্জুকে বলেন, “হার্টরেট দেখ তো একবার।” সঞ্জু গ্লাভস খুলে হৃদস্পন্দন দেখে বলেন, “ঠিক আছে।”
advertisement
এই ভিডিও দেখেই ফ্য়ানেদের মনে উদ্বেগ ও প্রশ্ন জাগে কোহলি সুস্থ কিনা। বিরাটের মত ফিট প্লেয়ার কেন হঠাৎ নিজের হার্টরেট চেক করালেন? আসলে রাজস্থানের জয়পুরে দুপুরের ম্যাচে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির বেশি। সেখানে খেলতে কতটা কষ্ট হচ্ছিল তা প্লেয়ারদের দেখেই বোঝা যাচ্ছিল। সেখানে দীর্ঘসময় ব্যাটিং করে সব ক্রিকেটীয় সরঞ্জাম পরে আরও কষ্টের। সেই কারণেই হয়তো হাঁপিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তাই সঞ্জুকে দিয়ে হার্টবিট চেক করান।
advertisement
advertisement
Kohli asking Sanju to check his heartbeat? What was this 😳 pic.twitter.com/2vodlZ4Tvf
— Aman (@AmanHasNoName_2) April 13, 2025
প্রসঙ্গত, এই ঘটনার পর আরও বেশ কিছু সময় স্বাভাবিকভাবেই ব্যাট করে ম্যাচ ফিনিশ করেন বিরাট কোহলি। ম্যাচে হাফ সেঞ্চুরি করে বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১০০তম হাফ সেঞ্চুরি পূরণ করেন। যা কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম ও বিশ্বের মধ্যে দ্বিতীয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2025 10:11 PM IST