অনুশীলনে হঠাৎ নেই রোহিত শর্মা! নেটে কোহলি, রাহুলদের জোরদার প্র্যাকটিস ইনদওরে

Last Updated:

Virat Kohli and other Indian cricketers practice hard in nets as captain Rohit Sharma is absent. অনুশীলনে হঠাৎ নেই রোহিত শর্মা! নেটে কোহলি, রাহুলদের জোরদার প্র্যাকটিস ইনদওরে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনুশীলনে বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনুশীলনে বিরাট কোহলি
ইনদওর: বর্ডার গাভাসকার ট্রফিতে প্রথম দুই টেস্টে জেতার সুবাদে ২-০ তে এগিয়ে আছে ভারত। কিন্তু হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে নেটে ঘাম ঝরাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। আগামী বুধবার থেকে ইনডোরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে রোহিতের অনুপস্থিতিতে জোর অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা।। রোহিতের সোমবারই যোগ দেওয়ার কথা, বিসিসিআই এর তরফ থেকে ক্রিকেটারদের অনুশীলনের একটি ভিডিও শেয়ার করা হল।
ঐ ভিডিওতে রোহিতকে না দেখা গেলেও কিং কোহলি ও ফর্মে না থাকা কে এল রাহুলকে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেল। বিসিসিআই তাদের টুইটারে এই ভিডিও শেয়ার করে লিখেছে, ' প্রস্তুতি তুঙ্গে !  অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্দোরে তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল পুরোপুরি তাদের ছন্দে মগ্ন।' নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট এক ইনিংস ও ১৩২ রানে জেতে ভারত, দিল্লিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট ভারত জেতে ৬ উইকেটে।
advertisement
এর ফলে চতুর্থবারের জন্য বর্ডার গাভাস্কার ট্রফি ভারতেই থাকবে। শেষ দুই টেস্টে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নামবে টিম ইন্ডিয়া। রাহুল ছন্দে না থাকায় তৃতীয় টেস্টে দল নির্বাচন কঠিন হবে। রাহুলের পরিবর্তে শুভমন গিল দলে সুযোগ পান কিনা এটা দেখার বিষয়। ইন্দোরে তৃতীয় টেস্ট জিতলেই আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভালে আয়োজন হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে ভারত।
advertisement
advertisement
তৃতীয় টেস্ট ভারত জিতলে আমেদাবাদের শেষ টেস্ট নিয়মরক্ষার হবে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট শেষ টেস্টে সুযোগ পেতে পারেন। আগামী ১৭ ই মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে।
বাংলা খবর/ খবর/খেলা/
অনুশীলনে হঠাৎ নেই রোহিত শর্মা! নেটে কোহলি, রাহুলদের জোরদার প্র্যাকটিস ইনদওরে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement