বছরের সেরা ডেলিভারি! কুলদীপের 'ম্যাজিক', ধরতেই পারল না ব্যাটার! চোখের নিমেষে উড়ে গেল বেল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বোলিংয়ের দিক থেকে ভারতের অন্যতম প্রধান ভরসা চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। দিল্লি টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপকে একাই প্রায় ধ্বংস করে দিয়েছেন তিনি। ভিডিও-তে ধরা পড়ল সেই রহস্যময় বলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের আউট হওয়ার দৃশ্য।
কলকাতা: বোলিংয়ের দিক থেকে ভারতের অন্যতম প্রধান ভরসা চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। দিল্লি টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপকে একাই প্রায় ধ্বংস করে দিয়েছেন তিনি। ভিডিও-তে ধরা পড়ল সেই রহস্যময় বলে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের আউট হওয়ার দৃশ্য।
দিল্লি টেস্টে ২৫ ওভারে ৭৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ভারতের এই চায়নাম্যান বোলার। এই ভিডিও-তে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপকে ‘ক্লিন বোল্ড’ করে দেন তিনি।
আরও পড়ুন: সত্যিই কুকুরের লেজের মতোই বেঁকা নকভির দিমাগ! একটা আলমারিতে লক করে রেখে দিয়েছেন এশিয়া কাপ
advertisement
AN ABSOLUTE PEACH FROM KULDEEP YADAV. 🥶
– A Trademark Chinaman delivery by Kuldeep!
— Tanuj (@ImTanujSingh) October 12, 2025
advertisement
আর এই ‘বিষাক্ত বলে’ শাই হোপের আউট হওয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কুলদীপ যাদবের প্রথম ইনিংস ৫০তম ওভারে ম্যাজিক বলে শাই হোপের অফস্ট্যাম্প উড়িয়ে দেন। কুলদীপ যাদবের বল এমনই ‘অদৃশ্য’ ছিল যে শাই হোপ আউট হওয়ার পরে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। আর কুলদীপ যাদবের এই অসাধারণ বোলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 1:41 PM IST