#ডারবান: ভারতীয় পুরুষ ক্রিকেটের মতই মেয়েদের ক্রিকেটেও যে সঠিক রাস্তায় এগোচ্ছে সেটা প্রমাণ হল আজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করল ভারতের জুনিয়র মেয়েরা। ফাইনালে উঠতে জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না শেফালিদের সামনে। শেষমেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন তাঁরা।
ভারত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে আসছে। অস্ট্রেলিয়ার কাছে একটি মাত্র ম্যাচে হেরেছে তারা। জয় তুলে নিয়েছে বাকি পাঁচটি ম্যাচে। প্রথম রাউন্ডে অপরাজিত থেকে চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নেয় ভারত। পরে সুপার সিক্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করেন শেফালিরা।
নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। শ্বেতা শেরাওয়াত ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন।
View this post on Instagram
প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়েন শেফালিরা।৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পার্শবী চোপড়া। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তবে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের মধ্যে যার বিরুদ্ধেই ফাইনাল খেলতে হোক, ভারতীয় দল সম্পূর্ণ তৈরি থাকবে জানিয়েছেন অধিনায়ক শেফালি বার্মা। ব্যক্তিগতভাবে ফাইনালে শেফালি বড় রান করতে চাইবেন সেটা বলাই যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।