ইডেনে এবার কোয়ারেন্টাইন সেন্টার ! করোনা মোকাবিলায় সামিল সিএবি
- Published by:Piya Banerjee
Last Updated:
ইডেনে এবার কোয়ারেন্টাইন সেন্টার। সিএবি কর্তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত।
#কলকাতা: ইডেনে এবার কোয়ারেন্টাইন সেন্টার। সিএবি কর্তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। মূলত পুলিশ কর্মীদের জন্য ব্যবহার করা হবে ইডেনের কোয়ারেন্টাইন সেন্টার। ইডেনের গ্যালারি নিচে হবে কোয়ারেন্টাইন সেন্টার গুলি। প্রাথমিকভাবে চারটি ব্লক ঠিক করা হয়েছে। ইডেনে গ্যালারি নিচে E,F,G,H এই চারটি ব্লকে তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার। প্রয়োজন পড়লে J ব্লক ব্যবহার করা হবে। শুক্রবার রাতে লালবাজারে গিয়ে জাভেদ শামিম সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। লালবাজারে তরফেই ইডেনকে চাওয়া হয় কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। তবে ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার হলেও ক্লাব হাউসে কিছু হচ্ছে না। শুধু ক্লাব হাউস নয় ক্রিকেট সংক্রান্ত যেসব জায়গা ব্যবহার করা হয় সেই সব জায়গায় কিছু করা হচ্ছে না। সব জায়গা বন্ধ রাখা হবে। সেই কারণে B, C, D, K, L ব্লক গুলিও বন্ধ রাখা হবে। এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, "এই কঠিন পরিস্থিতিতে সব সময় প্রশাসনের পাশে রয়েছি আমরা। সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। করোনা মোকাবিলায় পুলিশ যেভাবে কাজ করছে তাদেরকে কুর্নিশ। করোনা যোদ্ধাদের পাশে থাকতে পেরে ভালো লাগছে।"

ইডেনের মূল মাঠেও কিছু করা হচ্ছে না। নবনির্মিত পঙ্কজ গুপ্ত ইনডোর সেন্টারটা বন্ধ রাখা হবে। কোয়ারেন্টাইন হিসেবে চিহ্নিত হওয়া ব্লক গুলোর থেকে বাকি ব্লক গুলোকে আলাদা করে রাখা ব্যবস্থা করা হচ্ছে।কোয়ারেন্টাইন ব্লক গুলি ব্যবহার করা হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের আশেপাশের গেট গুলি থেকে। রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার প্রথম দিকেই সৌরভ ঘোষণা করেছিলেন প্রয়োজনে ইডেনকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি সৌরভ নিজে জানিও দিয়েছিলেন। করোনার প্রভাব রাজ্যে ক্রমশ বাড়ছে। আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা। তাই সব দিক খতিয়ে দেখে ইডেনের গ্যালারিতে পুলিশের জন্য কোয়ারেন্টাইন সেন্টার সিদ্ধান্ত।শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে পুলিশের প্রতিনিধিদল পরিদর্শন করেছেন।
advertisement
advertisement
ERON ROY BURMAN
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2020 12:24 AM IST