Gautam Gambhir on KKR: কেকেআর ছাড়ার পর কলকাতাকে নিয়ে প্রথম পোস্ট গম্ভীরের, কী বলেন ভারতের হেড কোচ?

Last Updated:

Gautam Gambhir on KKR: কেকেআরের প্রতিটা ট্রফি জয়ের পিছনেই ছিলেন গম্ভীর। ভারতের দায়িত্ব নেওয়ার পরে শাহরুখের দল নিয়ে প্রথম বার পোস্ট করলেন গৌতম গম্ভীর।

কলকাতাকে নিয়ে বিশেষ পোস্ট গম্ভীরের।
কলকাতাকে নিয়ে বিশেষ পোস্ট গম্ভীরের।
কলকাতা: আইপিএলে কেকেআর দলের সাফল্যের পিছনে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসাবে কলকাতাকে দুটো আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, গম্ভীর ছেড়ে যাওয়ার পরে কলকাতায় যে ট্রফির খরা চলছিল, মেন্টর হয়ে এসে সেই খরাও কাটিয়েছেন গম্ভীর। চলতি বছরেই আইপিএল ঘরে তুলেছে কলকাতা।
আইপিএলে ভাল ফলের জন্য ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন গম্ভীর। কেকেআরের প্রতিটা ট্রফি জয়ের পিছনেই ছিলেন গম্ভীর। ভারতের দায়িত্ব নেওয়ার পরে শাহরুখের দল নিয়ে এক্স হ্যান্ডলে প্রথম বার পোস্ট করলেন গৌতম গম্ভীর। কলকাতা এবং কেকেআর ভক্তদের উৎসর্গ করা ভিডিওর ক্যাপশনে গম্ভীর লিখেছেন, “এসো কলকাতা নতুন পরম্পরা স্থাপন করি”।
advertisement
advertisement
advertisement
আড়াই মিনিটের এই ভিডিওতে তুলে ধরা হয়ে গম্ভীরের কলকাতা এবং কেকেআরের প্রতি ভালবাসার কথা। সেই সঙ্গে কলকাতা শহরের ঐতিহ্য এবং কেকেআরের আইপিএল জয়ের বেশ কিছু মুহূর্তও রয়েছে সেখানে। সব মিলিয়ে কলকাতাকে বিদায় জানিয়ে নতুন দায়িত্ব পেয়ে যেন অতীতের সোনালি দিন স্মরণ করলেন গম্ভীর, সেই সঙ্গে কলকাতাবাসীর প্রতি তাঁর অন্তহীন ভালবাসার প্রকাশ ঘটালেন এই ভিডিওর মাধ্যমে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir on KKR: কেকেআর ছাড়ার পর কলকাতাকে নিয়ে প্রথম পোস্ট গম্ভীরের, কী বলেন ভারতের হেড কোচ?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement