Kolkata 25K Marathon : কলকাতা ম্যারাথনে ফের নতুন রেকর্ড কেনিয়ার বারসোতন এবং বাহারিনের জিসার

Last Updated:

Tata Steel 25 K Kolkata marathon has Leonard Barsoton and Desi Jisa as individual male and female winners. কলকাতা ম্যারাথনে ফের রেকর্ড কেনিয়ার বারসোতন এবং বাহারিনের জিসার

কলকাতা ম্যারাথনে চ্যাম্পিয়ন কেনিয়ার প্রতিযোগী। রয়েছেন অভিনব বিন্দ্রা এবং অরূপ বিশ্বাস
কলকাতা ম্যারাথনে চ্যাম্পিয়ন কেনিয়ার প্রতিযোগী। রয়েছেন অভিনব বিন্দ্রা এবং অরূপ বিশ্বাস
#কলকাতা: টাটা স্টিলের ২৫ কিমি দৌড় নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ থাকে। শেষ কয়েক বছর ধরে শহর কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে এই ম্যারাথন। অবশ্য এটা হাফ ম্যারাথন বলাই সঠিক হবে। এদিন রবিবার ভোর ৫.৪০ নাগাদ শুরু হয়ে যায় ম্যারাথন। ১৫০০০ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। এটা ছিল কলকাতা ২৫ কে ম্যারাথনের সপ্তম সংস্করণ।
আন্তর্জাতিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষদের লিওনার্ড বারসোতন। কেনিয়ার এই তারকা অ্যাথলিট ২০১৯ সালে এক ঘন্টা ১৩ মিনিট এবং ৫ সেকেন্ডে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৭ সালে বিশ্ব ক্রস কান্ট্রিতে রূপো জয়ী তারকা এবার দৌড় শেষ করেন ১ ঘন্টা ১২ মিনিট এবং ৪৯ সেকেন্ডে।
আরও পড়ুন - FIFA World Cup 2022: বিশ্বমানের স্টুডিওতে ফুটবল বিশ্লেষক হিসেবে রুনি, পিরেস, ফিগোরা! বিশ্বকাপে নতুন নজির
প্রথমদিকে কিছুটা পিছিয়ে ছিলেন লিওনার্ড। ঠিক কুড়ি কিলোমিটার অতিক্রম করার পর নিজের গতি বাড়ান তিনি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি জানিয়েছেন শেষ দুমাস ধরে এর প্রস্তুতি নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়ে ৭৫০০ মার্কিন ডলার পাবেন তিনি। মহিলাদের আন্তর্জাতিক বিভাগে বাহারিনের মেয়ে দেশি জিসা এক ঘন্টা একুশ মিনিট এবং ৪ সেকেন্ডে রেকর্ড তৈরি করেন।
advertisement
advertisement
২০১৯ সালে এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। জিসা জানিয়েছেন ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল তার। তিনিও সমপরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন। ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে অভিষেক পাল চ্যাম্পিয়ন হয়েছেন। এক ঘন্টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি।
advertisement
ভারতীয় রেলের এই কর্মচারী পুরস্কার মূল্য হিসেবে পাচ্ছেন ২ লক্ষ ৭৫ হাজার টাকা। অভিষেক জানিয়েছেন এখান থেকে বেঙ্গালুরুতে গিয়ে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেবেন তিনি। মহিলা বিভাগে ভারতীয়দের মধ্যে সঞ্জীবনী বাবুরাও যাদব চ্যাম্পিয়ন হয়েছেন। এক ঘন্টা ৩৪ মিনিট এবং ২৩ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।
সঞ্জীবনী জানিয়েছেন তার পরের লক্ষ্য এশিয়ান গেমস এবং অলিম্পিকস। আজ এই ম্যারাথনে সব মিলিয়ে ৮৭ জন বিদেশি এবং ১৫ হাজার ভারতীয় ছিলেন। উপস্থিত ছিলেন বেজিং অলিম্পিকে ভারতের স্বর্ণপদকজয়ী কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা। তিনি এই ইভেন্ট এম্বেসেডর।
advertisement
এছাড়া মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী এবং সিনেমা জগতের শুভশ্রী চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যপাল আনন্দ বোস, ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মেজর জেনারেল কাহলো, লেফটেন্যান্ট জেনারেল পি কলিতা, দেবাশীষ কুমার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata 25K Marathon : কলকাতা ম্যারাথনে ফের নতুন রেকর্ড কেনিয়ার বারসোতন এবং বাহারিনের জিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement