South 24 Parganas News: বারুইপুরের সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা! ৪৮ ইভেন্টে ১৫১ প্রতিযোগী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
দুদিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা শুরু হলো বারুইপুর সুইমিংপুলে।
দক্ষিণ ২৪ পরগনা: আজ থেকে কয়েক বছর আগে মানুষ শরীরচর্চার জন্য দৌড় লাফানো এছাড়া আরও বিভিন্ন খেলা মানুষ শরীরচর্চার জন্য ব্যবহার করেছে, সাঁতার তাদের মধ্যে অন্যতম। তবে আগের সময় সাঁতরের জন্য কোন ধরনের কলা কৌশল বা আইন-কানুনের প্রয়োজন ছিল না। পরবর্তীকালে শরীরের স্বাস্থ্য গঠন জন্য অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই সাঁতার। আর তাই এবার দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারুইপুর পৌরসভার সহযোগিতায় দুদিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে বারুইপুর পৌরসভার অধীনে সুইমিংপুলে এই অনুষ্ঠান শুরু হয় আগামী দুদিন চলবে।
এদিন মোট ইভেন্ট হয় ৩৯ টি। আজ প্রতিযোগিতায় ইভেন্ট হবে ৪৮ টি। সারা দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ১৫১ জন প্রতিযোগী এই প্রতিযোগিতা নাম দিয়েছে। এক এক জন প্রতিযোগী সর্বমোট পাঁচটি ইভেন্টে নামতে পারবে। এদিন বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের বিভিন্ন দলে ভাগ করে সাঁতার প্রতিযোগিতাটি হয়। এদিন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা ও অন্যান্য। এদিনের এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী হবে তারা আগামী দিনে যে রাজ্যের ব্যাপী সাঁতার প্রতিযোগিতায হবে তাতে অংশগ্রহণ করতে পারবে।
advertisement
সুমন সাহা
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 11:42 PM IST