ম্যাচের মাঝেই হঠাৎ অভিষেক শর্মার প্যান্টে হাত ঢোকালেন সূর্যকুমার যাদব! কারণটা কী?

Last Updated:

Suryakumar Yadav Check Abhishek Sharma's Pocket: ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনা যা ঘিরে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।

News18
News18
মুম্বই: ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনা যা ঘিরে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। কারণ ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন হঠাৎ সুর্যকুমার যাদবকে দেখা যায় অভিষেক শর্মার প্যান্টের পকেটে হাত ঢোকাতে।
কিন্তু এর কারণ কী সাময়ীকভাবে বোঝা না গেলেও পরে তা আঁচ করা যায়। আসলে পঞ্জাব কিংসেপ বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। সেই ম্যাচে সেঞ্চুরি করার পর ভিন্ন ধরনের সেলিব্রেশন করেছিলেন অভিষেক। প্যান্টের পকেট থেকে কাগজ বার করে দেখান তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও ৪০ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। সানরাইজার্স তারকা ক্রিজে থাকাকালীন ড্রিঙ্কস ব্রেক হয়। সেই সময় সূর্যকুমার যাদব অভিষেক শর্মার কাছে গিয়ে প্যান্টের পকেটে হাত ঢোকান। প্রাথমিকভাবে চমকে গেলেও পরে বোঝা যায় সূর্য মজার ছলে অভিষেকের পকেটে চেক করছেন আজও কোনও কাগজ আছে কিনা। পরে দুজনেই হেসে ফেলেন।
advertisement
advertisement
প্রসঙ্গ, ওয়াংখেড়েতে মেগা ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অভিষেক শর্মা। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারেই দলগত ব্যাটিংয়ে ভফর করে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচের মাঝেই হঠাৎ অভিষেক শর্মার প্যান্টে হাত ঢোকালেন সূর্যকুমার যাদব! কারণটা কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement