Sunil Chhetri: ভারতীয় ফুটবলের জন্য সুখবর! সুনীল, সন্দেশ, সান্ধুরা যাচ্ছেন এশিয়ান গেমসে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সুনীল মনে করেন এশিয়ান গেমসে ভারতীয় দলের কাছে নিজেদের যাচাই করে নেওয়ার একটা অ্যাসিড টেস্ট
নয়াদিল্লি: অবশেষে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। অনেকটা চিন্তামুক্ত হওয়া গেল। প্রত্যাশা মতো আসন্ন এশিয়ান গেমসের চূড়ান্ত দলে রাখা হল তিন সিনিয়র ফুটবলারকে। অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ ঝিঙ্গান। এছাড়া দেশের জার্সিতে নিয়মিত প্রতিনিধিত্ব করা একঝাঁক তরুণ ফুটবলারকে রেখে ২২ জনের দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ।
২০১৪ সালের পর ফের এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবে দু’বারের সোনা জয়ী ভারত। কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতির জেরে একটা সময় সুনীলদের টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদলে এশিয়াডে দল পাঠানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর চীনের হাংঝৌউয়ে বসবে এশিয়াডের আসর।
advertisement
গ্রুপ এ’তে ভারতের সঙ্গে রয়েছে আয়োজক দেশ চীন, বাংলাদেশ ও মায়ানমার। উল্লেখ্য, দুই প্রধান থেকে চারজন এশিয়াডের দলে রয়েছেন। নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বের অভিযান শুরু করবে ভারত। আগামী বছরের শুরুতে এএফসি এশিয়ান কাপ। তার আগে এশিয়ান গেমসে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী কোচ ইগর স্টিমাচ। তাঁর মন্তব্য, আমার প্রধান লক্ষ্য ভারতকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া।
advertisement
advertisement
[🥇] Sunil Chhetri, Sandesh Jhingan and Gurpreet Singh’s participation in Asian Games will depend whether clubs are willing to release the players. 🇮🇳⚠️ @MarcusMergulhao @timesofindia #IndianFootball #SFtbl pic.twitter.com/Gw79YlfVBE
— Sevens Football (@sevensftbl) August 2, 2023
তার জন্য পরিকল্পনামাফিক এগতে চাই। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি। এশিয়ান গেমসে ভালো ফল করলে আগামী দিনে জুনিয়র ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে। একইসঙ্গে সুনীল-গুরপ্রীতদের উপস্থিতি বাকিদের অনেকটাই সাহায্য করবে। সুনীল মনে করেন এশিয়ান গেমসে ভারতীয় দলের কাছে নিজেদের যাচাই করে নেওয়ার একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। প্রত্যেককে শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে হবে।
advertisement
ঘোষিত দল: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরাজ সিং, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দর গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, জ্যাকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিৎ সিং কিয়াম, রাহুল কেপি, নাওরেম মহেশ সিং, শিবা শক্তি নারায়ণ, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু ও সুনীল ছেত্রী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 12:38 PM IST