PARADIP GHOSH
#কলকাতা: জল্পনা ছিলই৷ তবে কি আবারো সবুজ মেরুন জার্সিতে ময়দানে আবির্ভাব সনি নর্ডির? জুলিয়ান কলিনাসের মোহভঙ্গের পরেই হাইতিয়ান ম্যাজিশিয়ানে মন পড়ে সবুজ মেরুন জনতার৷ সনি নিজেও না কি মোহনবাগানের টানে ভারতে ফিরতে প্রবল উৎসাহী! আজারবাইজানের এফকে জিরা-তে শরীর থাকলে কি হবে! হাইতিয়ানের মন পড়ে গঙ্গাপাড়ের বাগানে৷ এখনও মোহনবাগানের ম্যাচ থাকলে ইন্টারনেটে চোখ রাখেন৷ সাংবাদিকদের থেকে প্রিয় ক্লাবের খোঁজখবর নেন৷ কিবু ভিকুনার দলে চামোরোর বিদায় ঘণ্টা বাজতেই ঠারে ঠারে বাগানে ফেরার ইঙ্গিত দেওয়া শুরু করেছিলেন হাইতিয়ান৷ কথাবার্তাও শুরু হয়েছিল৷ কিন্তু বেঁকে বসলেন প্রভাবশালী এক কর্তা৷ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর আগেই শুরু হয়ে গেল বাগানে সনি-গ্রহণের প্রক্রিয়া৷
সনির সঙ্গে আলোচনা পর্ব মাঝপথে থামিয়ে তড়িঘড়ি সেনেগালের বাবা দিওয়ারার নাম ঘোষণা করাতে উঠে পড়ে লাগলেন সেই প্রভাবশালী কর্তা৷ সনিও বুঝে গেলেন, অর্থনৈতিক ক্ষতি করে বাগানে ফিরলেও প্রভাবশালী সেই কর্তার রোষ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই৷ বাগান-কে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন থেকে সাম্প্রতিককালে ঘরের ছেলে তকমা পাওয়া শিলটন পাল৷ সবার লেজে-গোবরে হওয়ার ক্ষেত্রে কমন সেই কর্তার সঙ্গে মন কষাকষি৷ সেই প্রভাবশালীর শোল-টানেই নিষ্পত্তি হয়েছে সব ইস্যুর৷
তাই আজারবাইজান থেকে মধ্যপ্রাচ্যে উড়ে এসে থমকে গিয়েছেন সনি৷ স্বপ্নপূরণ এবার অধরাই রয়ে গেছে তার৷ গঙ্গাপাড়ের ক্লাবে ফিরতে নতুন করে সম্পর্কের সমীকরণ সাজাতে হবে সেটা বুঝেই দুবাইতে প্রিয় বন্ধু ও টুটু বোস ঘনিষ্ঠ এক বাগান কর্তার সঙ্গে আলোচনা সেরে আপাতত আজারবাইজানে ফেরার তোড়জোড় করছেন হাইতিয়ান৷ কিন্তু অতীতেও তো এই সনি নর্ডি ক্লাবের অর্থনৈতিক ব্যবস্থায় নিজের চুক্তির পুরো টাকা না নিয়েই ভারত ছেড়েছিলেন৷ তাহলে এবার কি হল? ক্লাব সূত্রে খবর, প্রিয় ক্লাবে ফিরতে এবারেও টাকা কমাতে রাজি ছিলেন হাইতিয়ান৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ান প্রভাবশালী সেই কর্তা৷ তাই এবারের মত সনির মিশন-বাগান অসম্পূর্ণ৷ এরই মধ্যে আবার জল্পনা বাড়িয়েছে টুটু বোস ঘনিষ্ঠ প্রবাসী এক বাগান কর্তার ফেসবুক পোস্ট৷ সালভার পরিবর্ত বাবা দিওয়ারার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিন-এ সনিকে নিয়ে আবেগঘন পোস্ট৷ আর তাতেই দুধ কা দুধ, পানি কা পানি৷ কিন্তু কে সেই প্রভাবশালী কর্তা? কার হস্তক্ষেপে বাগানে 'নো এন্ট্রি' বোর্ড লেগেছে ব্যারেটোর পর মোহনবাগানে পেশাদার এই বিদেশি তারকা কেরিয়রে? চোখ রাখুন নিউজ 18-এ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football, Kolkata, News, Sony Norde