কোহলি-পূজারার সঙ্গে ছবি ট্যুইট করে ট্রোলড হতে হল ধাওয়ানকে ! কিন্তু কেন ?
Last Updated:
#বার্মিংহ্যাম: বুধবার বার্মিংহ্যাম থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ ৷ দু’দলই কোনও পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে নিজেদের সেরা একাদশকে আগামিকাল মাঠে নামাচ্ছে ৷ তবে ওপেনার শিখর ধাওয়ানের ‘অফ ফর্ম’ নিয়ে চিন্তা একটা থেকেই যাচ্ছে ৷ এসেক্সের বিরুদ্ধে চেমসফোর্ডে প্রস্তুতি ম্যাচেও রান পাননি ধাওয়ান ৷ বার্মিংহ্যাম টেস্ট তাঁর জন্য তাই বড় পরীক্ষার মঞ্চ হতে চলেছে ৷
প্রস্তুতি ম্যাচে রান পাননি ৷ ট্যুইটারে ক্রিকেটপ্রেমীদের কাছেও ভালমতোই ট্রোলড হতে হয়েছে ধাওয়ানকে ৷ কোহলি এবং পূজারার সঙ্গে স্লিপে ফিল্ডিংরত অবস্থায় একটা ট্যুইট করেন ধাওয়ান ৷ সেই ছবিতেই ভারতীয় সমর্থকরা আক্রমণ করেন ধাওয়ানকে ৷ সবার একই বক্তব্য, ‘‘ আগে রান করে দেখাও ...... ৷’’
এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান পাননি ধাওয়ান । প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ একটা রানও যিনি করেননি , তাঁকে ট্যুইটারে এমন ছবি পোস্ট করতে দেখে অনেকেই অবাক হয়েছেন ৷ ক্রিকেটপ্রেমীরা কী কী পোস্ট করেছেন দেখে নিন ৷
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2018 2:08 PM IST