বিশ্বকাপ ফাইনালে শাহরুখ খানের এন্ট্রি! রবিবার কিং খান বনাম ওয়েন রুনি
- Published by:Suman Majumder
Last Updated:
Shahrukh Khan in Qatar World Cup 2022 Final: ক্রিকেট নয়, এবার ফুটবলে শাহরুখ খান। কিং খানের ভক্তদের জন্য দারুণ খবর।
#দোহা: প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের কিং খান। পাঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি নিয়ে বেশ আটঘাঁট বেঁধেই নেমেছেন শাহরুখ খান।
সিনেমা মুক্তির আগে এখন অভিনেতাদের আসল কাজ হল প্রোমোশন। আর সেটা জমিয়ে করছেন কিং খান। দর্শকরা পাঠানের মুক্তির জন্য তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর
‘পাঠান’ এর প্রোমোশন করতে এবার শাহরুখ খান হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপে। এবার অফিসিয়ালি তিনি জানিয়ে দিলেন, রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে তিনি থাকবেন স্টুডিওতে। ফুটবল নিয়ে আলোচনা করবেন তিনি।
advertisement
advertisement
সাধারণত ক্রিকেট মাঠেই দেখা যায় শাহরুখ খানকে। এবার তাঁকে দেখা যাবে ফুটবলের আলোচনায়। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, কিং খান ফাইনালে পাঠানের প্রোমোশন করবেন। এবার শাহরুখ নিজেও জানিয়ে দিলেন সেই কথা।
১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচ উপলক্ষে শাহরুখ খান থাকবেন স্টুডিওতে ফুটবল নিয়ে আলোচনায়। তাঁর সঙ্গে থাকবেন ওয়েন রুনি।
advertisement
১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান বেসরম রং মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।
advertisement
‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজক আদিত্য চোপড়া। সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 3:43 PM IST