Team India coach: ১০ বছর কেকেআরের দায়িত্ব নিতে হবে! গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন বাদশা?

Last Updated:

Team India coach: কলকাতার দায়িত্ব নিয়ে প্রথম বছরেই সফল হয়েছেন গম্ভীর। অধিনায়ক হিসাবে কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪ সালে দু’বার কলকাতাকে আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর।

শাহরুখ এবং গম্ভীর
শাহরুখ এবং গম্ভীর
চেন্নাই: কলকাতার দায়িত্ব নিয়ে প্রথম বছরেই সফল হয়েছেন গম্ভীর। অধিনায়ক হিসাবে কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪ সালে দু’বার কলকাতাকে আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর। কোচ বা মেন্টর হিসাবেও সফল গম্ভীর রাহুল দ্রাবিড়ের পরে ভারতের হেড কোচ হওয়ার জন্যও পছন্দের তালিকায় রয়েছে গৌতম গম্ভীরের নাম। গম্ভীরও ভারতের দায়িত্ব আগ্রহী, কিন্তু এখনও সরকারি ভাবে আবেদন জানাননি। ২৭ তারিখ ভারতের হেড কোচ হিসাবে আবেদন জানানোর শেষ দিন। জানা গিয়েছে তার আগে রবিবার আইপিএল ফাইনালের দিন বিসিসিআইয়ের কয়েক জন কর্তার সঙ্গে দেখা হওয়ার কথা গম্ভীরের, তখন এই নিয়ে আলোচনাও হতে পারে।
‘দৈনিক জাগরণ’ নামে এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর ভারতের দায়িত্ব নিতে আগ্রহী হলে কেকেআরের মালিক শাহরুখের সঙ্গে আলোচনা করত হবে, কেকেআরের ছাড়পত্র পেলে তবেই ভারতের দায়িত্ব নিতে পারবেন গৌতম গম্ভীর। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি মরসুমে আইপিএলের আগে গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান, যেখানে ১০ বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ করেন, বিনিময়ে একটি ব্ল্যাঙ্ক চেকও দেন, যাতে গম্ভীর তাঁর পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নেন।
advertisement
advertisement
গত দুই আইপিএলে লখনউয়ের দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। দুই মরসুমেই আইপিএলের প্লেঅফে পৌঁছয় লখনউ সুপার জায়েন্টস। এ বার কলকাতার হয়ে মেন্টর হিসাবে আইপিএল জেতার সুযোগ গম্ভীরের সামনে।
বাংলা খবর/ খবর/খেলা/
Team India coach: ১০ বছর কেকেআরের দায়িত্ব নিতে হবে! গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন বাদশা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement