বাদ দেওয়া হয়েছিল দল থেকে, একই সময়ে বাবার হার্ট অ্যাটাক! একটি 'ডাক' ভাগ্য বদলে দিয়েছিল শেফালি বর্মার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাস আগে, ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই শেফালি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন।
advertisement
বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল লিখে ফেলল এক গৌরবময় ইতিহাস। ৫২ রানে ম্যাচ জিতে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ভারতের মেয়েরা। দীর্ঘ দুই দশকের অপেক্ষা, ব্যর্থতা ও চোখের জলের পর অবশেষে এল কাঙ্ক্ষিত সাফল্য। মাঠে গর্জে উঠল দর্শক, আকাশে উড়ল জাতীয় পতাকা, আর সারা দেশে শুরু হল উৎসব।
advertisement
আজ তাঁর নামে সারা দেশে জয় জয়কার। কিন্তু কয়েকমাস আগেও তাঁর জীবনটা ছিল আলাদা। ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাস আগে, ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই শেফালি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। ধারাবাহিকভাবে কম রানের কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। একই সময়ে তাঁর বাবার স্বাস্থ্যেরও অবনতি হচ্ছিল। শেফালি বলেন, ‘আমি ঘটনাটি প্রকাশ করতে চাইনি কারণ আমাকে বাদ দেওয়ার মাত্র দুই দিন আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি তখনও হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পরেই তাকে জানাই।’
advertisement
মাত্র ১৫ বছর বয়সে ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে অভিষেক করেন শেফালি। ২০২০-র গোড়ার দিকে তিনি আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন। তারপরেই আসে ব্যর্থতা, হার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দল থেকে ছেঁটে ফেলা হয় শেফালিকে। বিশ্বকাপের দলে রাখা হয়নি তাঁকে। ব্যাকআপ তালিকাতেও ছিলেন না। বিশ্বকাপ সেমিফাইনালের আগে আচমকাই ডাক পরে তাঁর।
advertisement
লিগের চূড়ান্ত পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে যান প্রতীকা রাওয়াল। গোড়ালিতে চোট পান। তাতেই সুযোগ তৈরি হয়ে যায় শেফালি বর্মার। প্রতীকার জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত। মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল নজরকাড়া ইনিংস। তাঁর ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস ভারতকে ভাল রানে পৌঁছে দেয়। সেমিফাইনালের আগে ২১ বছরের এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি বড় সাফল্য এনে দিল ভারতকে। অসাধারণ ইনিংসের জন্য ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতে নিলেন শেফালি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি মহিলা বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ৫১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 1:12 PM IST

