IPL এবার কি আরও বড়! বিসিসিআইয়ের মিলিয়ন ডলার বেবিতে টাকা লাগাতে চায় সৌদি আরব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL নিয়ে মেগা নিউজ, এবার টাকা বিনিয়োগ করবে সৌদি আরব, চলছে ভাবনাচিন্তা...
নয়াদিল্লি: ভারতের আইপিএলকে মিলিয়ন ডলার বেবি বলা হয়৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলে এবার নজর পড়ল সৌদি আরবের৷ বিসিসিআই আয়োজিত এই লিগে টাকা লাগাতে আগ্রহী সৌদি আরব। আন্তর্জাতিক ক্রীড়া জগতে নিজেদের জায়ন্ট প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছে এই দেশ। এর আগে ফুটবল ও গলফে বড় বিনিয়োগ করেছে সৌদি আরব। বর্তমানে এখানের স্থানীয় ক্লাবের হয়ে খেলছেন নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বিশ্ববন্দিত তারকারা৷
ব্লুমবার্গ নিউজের প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহাম্মদ বিন সলমানের উপদেষ্টারা আইপিএলে বিনিয়োগের পরিকল্পনার কথা ভারতীয় সরকারি কর্মকর্তাদের জানিয়েছেন। এই অনুসারে, আইপিএল ধীরে ধীরে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনা হয় যখন ক্রাউন প্রিন্স ভারত সফরে আসেন তখন এই আলোচনা হয়।
advertisement
আরও পড়ুন – Breaking News: রাত বাড়তে চরম আতঙ্ক দিল্লিতে, প্রবল জোরে কেঁপে উঠল মাটি, ভূমিকম্পের মান রিখটার স্কেরে ৬.৪
advertisement
রিপোর্ট অনুযায়ি কিংডম লিগে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। ফুটবলের আদলে এই লিগ অন্যান্য দেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। বলা হচ্ছে যে সৌদি আরব শীঘ্রই এই চুক্তিটি শেষ করার চেষ্টা করছে তবে আশা করা হচ্ছে যে ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে। আইপিএলের ১৭ তম মরশুমের জন্য ক্রিকেটারদের নিলাম ডিসেম্বরে হবে৷ এবার আইপিএল অকশন হবে দুবাইতে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 12:40 AM IST