সচিনের উপহারে আপ্লুত তিন কন্যা

Last Updated:

সিন্ধু-দীপা-সাক্ষীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দিলেন ভারতীয় অলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডর সচিন।

#নয়াদিল্লি:  সচিনের উপহারে মুগ্ধ তিন কন্যা। আজ হায়দরাবাদে বর্ণময় অনুষ্ঠানে সিন্ধু-দীপা-সাক্ষীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দিলেন ভারতীয় অলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডর সচিন। আর মন কি বাতে তিন কন্যার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঞ্চে তখন রুপো, ব্রোঞ্জ আর সেরা চতুর্থ। তিনি আসতেই যেন সোনা যুক্ত হল। কথা দিয়েছিলেন। সেইমতো কথা রাখলেনও সচিন। অলিম্পিকে সেরা তিন পারফর্মারের হাতে তুলে দিলেন বিএমডবলিউ’র চাবি। সচিনের উপহারে মুগ্ধ সিন্ধু-সাক্ষী-দীপা। তিন কন্যার পাশে আপ্লুত ভারতীয় ক্রিকেটের ভগবান।
ক্রিকেটে মোহভঙ্গ হয়েছে। আশা করছেন রিও অলিম্পিকে পর দেশবাসী আরও বেশি করে অন্য খেলায় মন দেবে। রবিবার মন কি বাতে রিওতে সফল তিন মহিলা ভারতীয় অ্যাথলিট সিন্ধু-দীপা-সাক্ষীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, টোকিও বদলে দেবে ভারতীয় অলিম্পিকের ভাগ্য।
advertisement
advertisement
সোমবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। এই দিনকে স্মরণ রেখেই দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই বছর খেলরত্ন পাচ্ছেন সাক্ষী মালিক, জিতু রাই, দীপা কর্মকার।
বাংলা খবর/ খবর/খেলা/
সচিনের উপহারে আপ্লুত তিন কন্যা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement