Rishabh Pant Viral Video: বিরাট কোহলি এখন কোণঠাসা, নতুন হিরো ঋষভ পন্থকে নিয়ে গান বাঁধলেন ফ্যানরা

Last Updated:

দ্য ভারত আর্মি এখন ক্রিকেট দুনিয়ায় দারুণ ফেমাস তাঁরাই বেঁধেছেন এই নতুন গান৷

Rishabh Pant Viral Video -Photo Courtesy- Twitter Video Grab
Rishabh Pant Viral Video -Photo Courtesy- Twitter Video Grab
#ম্যানচেস্টার: দিন কারোর সমান যায় না৷ যে বিরাট কোহলিকে নিয়ে বিস্তর নাচানাচি, যিনি নাকি এক ঝটকায় ভেঙে দেবেন ক্রিকেটের সব রেকর্ড, তাঁকে এখন প্রথম একাদশেও জায়গা দেওয়া হবে কিনা নিয়ে বোদ্ধাদের জোর জল্পনা৷ ঠিক তেমনিই ফ্যানরাও এখন ফ্লপ তারকাদের ভুলে গিয়ে নতুন পারফরমারদের নিয়ে একেবারে মাতোয়ারা৷ ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে দিনের নায়ক ঋষভ পন্থ তা এখন সকলেরই জানা৷ তবে জানেন কি ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়কে নিয়ে রীতিমতো গান বেঁধে ফেলেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ দ্য ভারত আর্মি এখন ক্রিকেট দুনিয়ায় দারুণ ফেমাস তাঁরাই বেঁধেছেন এই নতুন গান৷
দ্য ভারত আর্মি এখন নতুন এক গান বেঁধেছে৷ পন্থের শতরানের ইনিংসে ভর দিয়ে শুধু ভারত বনাম ইংল্যান্ড একদিনের ম্যাচই নয় সিরিজও জিতেছিল টিম ইন্ডিয়া৷ স্টেডিয়ামে ভেতরে যখন ‘পন্থ পটাকা’, ঠিক তখনই গ্যালারিতে জোর গান৷ বাজছে ড্রাম, ঢোল -তার সঙ্গে ভারতীয় ফ্যানরা দুলে দুলে গলা ছেড়ে গান গেয়ে চলেছেন৷  এই গান বাকি ক্রিকেট ফ্যানদেরও দারুণ মনে ধরেছে৷ তাই ভাইরাল ভিডিও হয়ে গেছে নিমেষে৷
advertisement
advertisement
দেখে নিন ঋষভ পন্থকে নিয়ে বাঁধা গানের ভাইরাল ভি়ডিও (Viral Video)
advertisement
গানের কথা হল ‘‘উই হ্যাভ গট ঋষভ পন্থ’’ অর্থাৎ আমরা ঋষভ পন্থকে পেয়ে গেছি৷  ২৪ বছরের ঋষভ পন্থকে নিয়ে এই গান শোনা গেছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে৷ সিরিজ নির্ণায়ক ওয়ান ডেতে ৫ উইকেটে জয় হাসিল করেছে তারা৷ এদিনের ম্যাচে ইংল্যান্ড দল ৪৫.৫ ওভারে ২৫৯ রান করতে পেরেছিল৷  তারা অল আউট হয়ে গিয়েছিল৷ এরপর ভারতের হয়ে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া কামাল করে দেয়৷ তাদের দাপটে ৪২.১ ওভারে ৫ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷
advertisement
ঋষভ পন্থ ১১৩ বলে ১২৫ রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷  হার্দিক পান্ডিয়া ৭১ রান করেন৷ পঞ্চম উইকেটে এই জুটি ১৩৩ রান করেন৷ পান্ডিয়া ৫৫ বলে ১০ টি চারের সঙ্গে৷ এক ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পছন্দ করা হচ্ছে৷ এতে পন্থের গান বানিয়ে কিছু ফ্যান স্টেডিয়ামে নাচতে শুরু করেন৷ ঢোল নাগাড়ার সঙ্গে ডান্স করতে দেখা যায়৷
advertisement
ভারত ওয়ান ডে তে ২-১ সিরিজ জেতার আগে টি টোয়েন্টিতে ২-১ সিরিজ জিতেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant Viral Video: বিরাট কোহলি এখন কোণঠাসা, নতুন হিরো ঋষভ পন্থকে নিয়ে গান বাঁধলেন ফ্যানরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement