আজ রিওতে ভারতের বাজি কারা ?

অলিম্পিক শেষ হতে বাকি আর মাত্র তিন দিন ৷ এর মধ্যে ভারতের পদক জয়ের বাজি বলতে শুধু সিন্ধুকেই এখন ধরা হচ্ছে ৷

  • Last Updated :
  • Share this:

    #রিও দি জেনেইরো : অনেক অপেক্ষার পর রিওতে অবশেষে একটা পদক এসেছে ভারতের ঝুলিতে ৷ কুস্তিতে মহিলাদের ফ্রি-স্টাইলে কোয়ার্টার ফাইনালে কোবলোভা জোলোবোভার কাছে হারার পর কিরঘিস্তানের আইসুলু তিনিবেকোভার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেল ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দেশকে প্রথম পদক এনে দেন সাক্ষী ৷ কুস্তিতে  সাক্ষী সাফল্য পেলেও হাঁটুতে চোট পেয়ে ওয়াকওভার দেন বিনেশ ফোগত ৷ বাকি ইভেন্টগুলিতে ব্যর্থ ভারতীয় অ্যাথলিটরা ৷ অ্যাথলেটিক্সে মেয়েদের ৮০০ মিটার হিটে ৬৪ জনের মধ্যে ২৯তম স্থান করে ছিটকে গিয়েছেন টিন্টু লুকা ৷ ব্যাডমিন্টন পুরুষদের কোয়ার্টার ফাইনালে লড়ে হারলেন কিদাম্বি শ্রীকান্ত।

    অলিম্পিক শেষ হতে বাকি আর মাত্র তিন দিন ৷ এর মধ্যে ভারতের পদক জয়ের বাজি বলতে শুধু সিন্ধুকেই এখন ধরা হচ্ছে ৷ পদক জয় নিশ্চিত করতে আজ, বৃহস্পতিবার মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে নামবেন সিন্ধু ৷ ওই ম্যাচ টিভিতে সরাসরি দেখতে পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৷ অন্যদিকে বিকেল ৪টে-র সময় গল্ফে মেয়েদের দ্বিতীয় রাউন্ডে নামছেন অদিতি অশোক ৷ সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিটে মেয়েদের ৫৩ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে নামছেন ববিতা কুমারী ৷

    First published:

    Tags: India In Rio 2016, Rio 2016, Rio de Janeiro, Rio Olympics, Rio Olympics 2016