আজ রিওতে ভারতের বাজি কারা ?

Last Updated:

অলিম্পিক শেষ হতে বাকি আর মাত্র তিন দিন ৷ এর মধ্যে ভারতের পদক জয়ের বাজি বলতে শুধু সিন্ধুকেই এখন ধরা হচ্ছে ৷

#রিও দি জেনেইরো : অনেক অপেক্ষার পর রিওতে অবশেষে একটা পদক এসেছে ভারতের ঝুলিতে ৷ কুস্তিতে মহিলাদের ফ্রি-স্টাইলে কোয়ার্টার ফাইনালে কোবলোভা জোলোবোভার কাছে হারার পর কিরঘিস্তানের আইসুলু তিনিবেকোভার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেল ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দেশকে প্রথম পদক এনে দেন সাক্ষী ৷ কুস্তিতে  সাক্ষী সাফল্য পেলেও হাঁটুতে চোট পেয়ে ওয়াকওভার দেন বিনেশ ফোগত ৷ বাকি ইভেন্টগুলিতে ব্যর্থ ভারতীয় অ্যাথলিটরা ৷ অ্যাথলেটিক্সে মেয়েদের ৮০০ মিটার হিটে ৬৪ জনের মধ্যে ২৯তম স্থান করে ছিটকে গিয়েছেন টিন্টু লুকা ৷ ব্যাডমিন্টন পুরুষদের কোয়ার্টার ফাইনালে লড়ে হারলেন কিদাম্বি শ্রীকান্ত।
অলিম্পিক শেষ হতে বাকি আর মাত্র তিন দিন ৷ এর মধ্যে ভারতের পদক জয়ের বাজি বলতে শুধু সিন্ধুকেই এখন ধরা হচ্ছে ৷ পদক জয় নিশ্চিত করতে আজ, বৃহস্পতিবার মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে নামবেন সিন্ধু ৷ ওই ম্যাচ টিভিতে সরাসরি দেখতে পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৷ অন্যদিকে বিকেল ৪টে-র সময় গল্ফে মেয়েদের দ্বিতীয় রাউন্ডে নামছেন অদিতি অশোক ৷ সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিটে মেয়েদের ৫৩ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে নামছেন ববিতা কুমারী ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আজ রিওতে ভারতের বাজি কারা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement