শাস্ত্রী-সৌরভ ইস্যুতে লাগাম টানল বোর্ড, প্রেসিডেন্টের ফোনে মুখে কুলুপ দু’পক্ষেরই
Last Updated:
কোচ নির্বাচন নিয়ে শাস্ত্রী-সৌরভ ইস্যুতে লাগাম টানল বোর্ড। প্রেসিডেন্টের ফোনে মুখে কুলুপ সৌরভের। দু’জনকেই চুপ থাকার পরামর্শ রাজীব শুক্লার।
#কলকাতা: কোচ নির্বাচন নিয়ে শাস্ত্রী-সৌরভ ইস্যুতে লাগাম টানল বোর্ড। প্রেসিডেন্টের ফোনে মুখে কুলুপ সৌরভের। দু’জনকেই চুপ থাকার পরামর্শ রাজীব শুক্লার। আপাতত তাই এই ইস্যুতে ধীরে চলো নীতি নিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
শাস্ত্রী-সৌরভ ইস্যুতে লাগাম টানল বোর্ড। দু’জনকেই ফোন করে চুপ থাকার নির্দেশ দিলেন বোর্ড প্রেসিডেন্ট। বিসিসিআইয়ের বার্তার পর মুখে কুলুপ এটেছেন সৌরভ। ঘটনা নিয়ে আর বিতর্ক বাড়াতে চান না উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। কথা থাকলেও ইন্টারভিউয়ের কাগজপত্র এখনই প্রকাশ্যে আনছেন না মহারাজ।
বুধবার সৌরভের বিষ্ফোরক মন্তব্যের পর নড়েচড়ে বসে বোর্ড। কোচ নির্বাচন ইস্যু নিয়ে যে ভাবে শাস্ত্রী-সৌরভ ব্যক্তিগত কাদা ছোঁড়াছুড়ি করছেন তা থামাতে উদ্যোগী হন কর্তারা। বৃহস্পতিবার সকালেই টুইট করে দু’জনকে চুপ থাকার পরামর্শ দেন রাজীব শুক্লা।
advertisement
advertisement
বোর্ডের পারামর্শে আপাতত সৌরভের মতো রবি শাস্ত্রীও মুখে কুলুপ এঁটেছেন। সৌরভের মন্তব্যের পর আর পাল্টা কোনও উত্তর দেননি শাস্ত্রী। সৌরভও তাই আর বিতর্ক বাড়াতে চান না। তবে ঘনিষ্ট মহলে সৌরভের দাবি, ফের শাস্ত্রী ব্যক্তিগতভাবে আক্রমণ করলে চরমপন্থায় হাঁটবেন মহারাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2016 2:04 PM IST