পাকিস্তানের কাছে পিছিয়ে পড়েই অধিনায়ক থেকে নির্বাচক বদলেছে ভারত! বিস্ফোরক রামিজ
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Ramiz Raja feels India could not digest the way Pakistan cricket got ahead in white ball format during his tenure. পাকিস্তানের কাছে পিছিয়ে পড়েই অধিনায়ক থেকে নির্বাচক বদলেছে ভারত! বিস্ফোরক রামিজ
#ইসলামাবাদ: এই মুহূর্তে আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন তিনি। নতুন পিসিবি চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠি দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে দিন শেষ হয়ে গিয়েছে রামিজ রাজার। তার নামের আগে প্রাক্তন বসে গিয়েছে। একদিন আগেই রামিজ জানিয়েছিলেন যে মানুষটা নিজে জীবনে ব্যাটে হাত দেননি, তাকে চেয়ারম্যান করেছে পাকিস্তান বোর্ড।
এই নিয়ে দুঃখ থাকলেও তার কিছু আসে যায় না। কারণ তিনি কমেন্ট্রি করলে অনেক বেশি উপার্জন করবেন। শাহিদ আফ্রিদি নতুন নির্বাচক হিসেবে কেমন কাজ করেন সেটা সময় বলবে বলছেন রাজা। আজ ভারতীয় ক্রিকেট প্রসঙ্গে মুখ খুলেছেন রামিজ রাজা। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান বলেছেন তিনি যতদিন দায়িত্বে ছিলেন ভারতের থেকে তুলনায় উন্নত ক্রিকেট খেলেছে পাকিস্তান।
advertisement
দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটাও আবার ১০ উইকেটে। পরেরবার ভারতের কাছে হেরে গেলেও ম্যাচ গড়িয়েছিল শেষ ওভারে। কিন্তু ভারত ফাইনাল খেলতে না পারলেও খেলেছিল পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হেরে গেলেও অসাধারণ পারফরম্যান্স করেছিল পাকিস্তানের ক্রিকেটাররা।
advertisement
Former PCB Chairman Ramiz Raja believes India 'couldn't digest' Pakistan's success and went on to fire their chief selector and changed their captain.#RamizRaja | #TeamIndia | #Pakistan | #Cricket pic.twitter.com/6zvcd13ER3
— Cricket.com (@weRcricket) December 29, 2022
advertisement
সাদা বলের ক্রিকেটে গত এক বছর ভারতের তুলনায় এগিয়েছিল পাকিস্তান। রামিজ রাজা মনে করেন পাকিস্তানের কাছে গত এক বছর পিছিয়ে পড়েই সাদা বলের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন করেছে ভারত। এই কারণে অধিনায়ক বদল থেকে শুরু করে পুরো নির্বাচক কমিটি বদলে ফেলেছে বিসিসিআই। আসলে পাকিস্তানের সাফল্য ভারতের চোখ খুলে দিয়েছে।
রামিজ মনে করেন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বুঝতে পেরেছে শুধু টাকা দিয়েই ক্রিকেট সাফল্য আসে না। ভারতীয় দলের তুলনায় অর্ধেক টাকা পান পাকিস্তান ক্রিকেটাররা। দুই ক্রিকেট বোর্ডের রোজগারেও বিশাল পার্থক্য। কিন্তু মাঠের পারফরম্যান্সে ভারতকে জবাব দিয়েছে পাকিস্তান।
advertisement
আর এর পুরোটাই ঘটেছিল তিনি চেয়ারম্যান থাকার সময়। এটাই তার পরম প্রাপ্তি। তিনি পাকিস্তানের দায়িত্বে না থাকলেও সব সময় দলের ভাল চাইবেন জানিয়েছেন রামিজ। তবে পরের বছর ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তানের বিশাল অগ্নিপরীক্ষা বলেছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 8:41 PM IST