সুন্দরী মডেলকে বিয়ে করলেন পাকিস্তানের পেস তারকা রউফ, ছিলেন একসময়ের সহপাঠী
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Pakistan fast bowler Haris Rauf gets married to classmate and model Muzna Masood Malik. সুন্দরী মডেলকে বিয়ে করলেন পাকিস্তানের পেস তারকা রউফ, ছিলেন একসময়ের সহপাঠী
#ইসলামাবাদ: পাকিস্তানের ফাস্ট বোলিং বিভাগের এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ তারকা তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত ছিনিয়েছিলেন হ্যারিস রউফ। ভারতের বিরুদ্ধে পাকিস্তান হেরে গেলেও তার অসাধারণ পারফরমেন্স ছিল। গতি এবং বাউন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটা আধুনিক ক্রিকেটে রউফের থেকে খুব বেশি ক্রিকেটার জানে না।
এবার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তান ক্রিকেট দলে এ সময়ের অন্যতম সেরা তারকা হারিস রউফ। শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ডানহাতি এই পেসার। কনে তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। ইসলামাবাদেই জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।
আরও পড়ুন - মিরপুরে অশ্বিন - শ্রেয়স জুটিতে কঠিন টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত
হারিসের স্ত্রী মুনজা মাসুদ ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। সহপাঠী হিসেবে পরিচয়, অতঃপর পরিণয়। ২৯ বছর বয়সী হারিস পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।
advertisement
advertisement
Pakistan cricket team fast bowler Haris Rauf got married today in Islamabad to his classmate Muzna Masood Malik. The short ceremony was attended by friends and close relatives. May Allah bless Haris Rauf with happiness and success, happy marriage! #HarisRauf @HarisRauf14 pic.twitter.com/26reFSMd3a
— Sitarah Anjum Official (@SitarahAnjum) December 24, 2022
advertisement
এখন অবশ্য চোটের কারণে মাঠের বাইরে আছেন হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার। এই বিরতিতে সেরে ফেললেন শুভকাজটা। শাহিন আফ্রিদি, শাদাব খান, পাকিস্তানের নতুন নির্বাচন প্রধান শাহিদ আফ্রিদি এবং আরো অনেকে উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। রউফ জানিয়েছেন তিনি এই মুহূর্তে রিহ্যাব করছেন। নিউজিল্যান্ড টেস্ট না পারলেও তারপরে দ্রুত কামব্যাকর লক্ষ্য তার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 12:56 PM IST