বাংলাদেশকে হারিয়ে ড্রেসিংরুমে ক্রিকেটারদের বাবরের বিশেষ টিপস! ভিডিও ভাইরাল করল পিসিবি

Last Updated:

Babar Azam special tips to cricketers in dressing room after qualifying for semi final. বাংলাদেশকে হারিয়ে ড্রেসিংরুমে ক্রিকেটারদের বাবরের বিশেষ টিপস! ভিডিও ভাইরাল করল পিসিবি

শাহিনদের ড্রেসিংরুমে বিশেষ ক্লাস নিলেন বাবর
শাহিনদের ড্রেসিংরুমে বিশেষ ক্লাস নিলেন বাবর
#অ্যাডিলেড: অনেকেই ভেবেছিলেন জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত জয়ে তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। বুঝিয়ে দিয়েছিল নিজেদের দিনে তাদের আটকে রাখা কঠিন। তবুও নকআউট পর্বে ওঠা নিশ্চিত ছিল না। সেটা সম্ভব করে দিল নেদারল্যান্ডস। ডাচদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পর সুযোগ এসে যায় পাকিস্তানের সামনে।
বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের টিকিট। বাংলাদেশ প্রথমে ব্যাট করে বড় রান তুলতে না পারলেও পাকিস্তানকে অনেকক্ষণ আটকে রেখেছিল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখলেন বাবর আজম। তিনি বলেন, প্রত্যেকে আমরা নিজেদের সেরাটা দিচ্ছি।
হ্যারিস দুটো মাত্র খেলায় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু আমাদের ম্যাচ শেষ করে আসতে হবে। মাঝপথে উইকেট হারিয়ে এলে হবে না। যার হাতে যেটা আছে সেটা করতে হবে। এরকম সুযোগ বারবার আসে না। ম্যাচ শেষ করে এলে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেকটা।
advertisement
advertisement
আজ বাংলাদেশের বিরুদ্ধে যে ছোট ছোট ভুলগুলো হয়েছে সেগুলো সেমিফাইনালে করলে চলবে না। কারণ নিউজিল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। আমাদের জিততে গেলে নিখুঁত ক্রিকেট খেলতে হবে। বাবর মনে করেন পাকিস্তান এই মুহূর্তে একটা মোমেন্টাম পেয়ে গিয়েছে। এটাই ধরে রাখতে হবে।
advertisement
তিনি যখন প্রথম দলে এসেছিলেন তখন তাকেও সিনিয়াররা উপদেশ দিতেন কিভাবে খেলতে হবে। এই দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে আর দুটো ম্যাচ এই দায়বদ্ধতা দেখতে চান পাক অধিনায়ক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশকে হারিয়ে ড্রেসিংরুমে ক্রিকেটারদের বাবরের বিশেষ টিপস! ভিডিও ভাইরাল করল পিসিবি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement