গলফ খেলতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ! জোর বাঁচলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন
Last Updated:
#লন্ডন: প্রথম টেস্ট শেষ হওয়ার পর বেশ অনেকটা অবসর সময় পাওয়া গিয়েছে ৷ ভারত-ইংল্যান্ড দু’দলের ক্রিকেটাররাই এখন নেট প্র্যাকটিসের পাশাপাশি অবসর সময়টাও চুটিয়ে উপভোগ করছেন ৷ ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন অবসর সময় কাটানোর জন্য গলফকেই বেছে নিয়েছিলেন ৷ অার তাতেই ঘটল বিপত্তি ৷
মারাত্মক দুর্ঘটনায় আরও বড়সড় কোনও কাণ্ড ঘটতে পারত ৷ শেষপর্যন্ত সেটা যে ঘটেনি এটাই রক্ষে ৷ বলে শট নেওয়ার পর সেটা একটা গাছে লেগে সোজা এসে লাগে অ্যান্ডারসনের মুখে ৷ ঘটনার ভিডিও মোবাইলে তোলা হয়েছিল, সেটা ট্যুইটারে পোস্টও করা হয় ৷
England bowler James Anderson takes himself out with a golf ball.
*watches on repeat pic.twitter.com/fTerySAaQU — Telegraph Sport (@telegraph_sport) August 6, 2018
advertisement
advertisement
তবে অ্যান্ডারসনের চোট মারাত্মক কিছু নয় বলেই জানিয়েছেন তাঁর সতীর্থরা ৷ স্টুয়ার্ট ব্রড ট্যুইটারে রীতিমতো মজার ইমোজি দিয়েই লেখেন ‘‘ জিমি পুরোপুরি ঠিক আছে।’’ অনেকে আবার লিখেছেন, ‘‘দুর্দান্ত। এর পরে তুমি নিশ্চয়ই আয়নার দিকে দৌড়েছিলে!’’ অ্যান্ডারসন জবাবও দিয়েছেন মজা করে, ‘‘দেখছিলাম দাঁতগুলো সব ঠিক আছে কি না। সব কিন্তু ঠিকই আছে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2018 3:19 PM IST