Tokyo Olympics 2020: কেলেঙ্কারির একশেষ, ভিসা গণ্ডগোলের জেরে টোকিও পৌঁছতে পারলেন না Vinesh Phogat
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাঁকে ঘিরে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) সোনার স্বপ্ন বুনছে দেশবাসী আর তিনিই কিনা বিমান চাপতে পারলেন না...
#নয়াদিল্লি: অলিম্পিক্স (Tokyo Olympics) ভারতের সবচেয়ে বড় পদকের আশা যে অ্যাথলিটকে ঘিরে সেই ভিনেশ ফোগটের (Vinesh Phogat) টোকিও পৌঁছনো আপাতত আটকে গেল৷ মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট থেকে টোকিও অলিম্পিক্সে যাওয়ার জন্য প্লেন ধরতে পারলেন না৷ ইউরোপিয়ান সংঘ (EU) ভিসা একদিন আগে শেষ হয়ে গিয়েছিল৷ অলিম্পিক্সের আগে হাঙ্গেরিতে নিজের কোচ বালর অকোসের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি৷ তাঁর মঙ্গলবার রাতে টোকিও পৌঁছনোর কথা ছিল৷ কিন্তু জাপানের কানেক্টিং বিমান ধরার আগে ফ্র্যাঙ্কফুর্টে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়৷
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে পাওয়া খবর অনুযায়ি এই গণ্ডগোল আপতত মিটিয়ে নেওয়া গেছে৷ বুধবার তিনি টোকিও পৌঁছে যাওয়া উচিত৷ সূত্র বলেছে, ‘এটি একটা ভুল ছিল, জেনে বুঝে এটা করা হয়নি৷ তাঁর ভিসা ৯০ দিনের জন্য বহাল ছিল৷ কিন্তু বুদাপেস্ট থেকে ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে তিনি জানতে পারেন তিনি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ৯১ দিন ছিলেন৷ ’’ সূত্র আরও জানিয়েছে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা এই ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে৷ এরপরে ফ্র্যাঙ্কফুর্টে ভারতীয় বাণিজ্যিক দূতাবাস মামলাটির নিষ্পত্তির জন্য বিমানবন্দরে পৌঁছয়৷ ’’
advertisement
ভিনেশ এই খেলার জন্য নিজের ফিজিও-র অ্যাক্রেডিটেশন চেয়েছিলেন৷ তিনি মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরেই রাতে একটি হোটেলে ছিলেন৷ সেখানেই তিনি ফের একবার করোনার জন্য আরটিপিসিআর পরীক্ষা করান৷ সেটা সেখানে জানানোও হয়৷ টোকিও বিমানবন্দরে ফের একবার তাঁর করোনা পরীক্ষা করা হবে৷
advertisement
ভিনেশ ৫৩ কিলোগ্রাম মহিলা ফ্রিস্টাইল বিভাগে সোনার পদকের দাবিদার মনে করা হচ্ছে৷ পাশাপাশি নিজের গ্রুপে তিনি শীর্ষস্থানাধিকারি খেলোয়াড়৷ তাঁর ম্যাচ ৫ অগাস্ট থেকে শুরু হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 2:54 PM IST

