#গুয়াহাটি : অসমে খেলাধুলোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন হিমা দাস ৷ এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ তিনি জানিয়েছেন হিমা ফিরলে তাঁকে রাজ্যের পক্ষ থেকে সম্বর্ধনাও দেওয়া হবে ৷
সর্বানন্দ সোনওয়াল আরও জানিয়েছেন হিমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করা, সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, হিমাকে আর্থিক পুরস্কারও দেওয়া হবে ৷
ফিনল্যান্ডে আয়োজিত অনুর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের নজির গড়ে সকলের মন জিতে নিয়েছেন হিমা ৷ ভবিষ্যতের ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করতেই হিমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি আগামী বিভিন্ন টুর্নামেন্টে দেশের নাম উজ্জ্বল করবেন হিমা আশাবাদী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ এদিকে সারা দেশ থেকে যেভাবে শুভেচ্ছাবার্তা পৌঁছেছে তাতে উচ্ছ্বসিত অ্যাথলিটও সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷
Unforgettable moments from @HimaDas8’s victory.
— Narendra Modi (@narendramodi) 14 July 2018
Seeing her passionately search for the Tricolour immediately after winning and getting emotional while singing the National Anthem touched me deeply. I was extremely moved.
Which Indian won’t have tears of joy seeing this! pic.twitter.com/8mG9xmEuuM
— Hima Das (@HimaDas8) 13 July 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 IAAF World U20 Championships, Assam, Hima Das, Sarbananda Sonowal