CWG 2018: কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল ও রাহুল
Last Updated:
বৃহস্পতিবার কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল কুমার এবং রাহুল আওয়ারে ৷
#গোল্ড কোস্ট: চলতি কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত ৷ বৃহস্পতিবার কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল কুমার এবং রাহুল আওয়ারে ৷ ৭৪ কেজি বিভাগে সোনা জেতেন ফেভারিট সুশীল কুমার ৷ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিকটাও সেরে ফেললেন সুশীল কুমার ৷
এর আগে অলিম্পিক এবং কমনওয়েলথের আসরে ভারতকে পদক এনে দেওয়া সুশীল এবারও হতাশ করেননি দেশকে ৷ দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে ফাইনালে হারিয়ে সোনা ছিনিয়ে নেন সুশীল ৷ অন্যদিকে আরেক ভারতীয় কুস্তিগীর রাহুল আওয়ারেও ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন এদিন ৷ কানাডার স্টিভেন টাকাহাশিকে ফাইনালে ৩-১ ব্যবধানে হারালেন তিনি ৷ এর আগে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রাহুল ৷ মেলবোর্নে ২০১১ সালের কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপেও সোনা ছিল তাঁর ঝুলিতে ৷ এবারের কমনওয়েলথ গেমসেও দেশকে আরও একটা সোনা এনে দিতে সফল রাহুল ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2018 3:28 PM IST