১০ লক্ষ টাকার পর এবার কলকাতায় স্বপ্না বর্মনকে ফ্ল্যাট দিলেন মুখ্যমন্ত্রী, Rising Bengal-র মঞ্চে ঘোষণা
Last Updated:
Rising Bengal-র মঞ্চে এশিয়ান গেমসে সোনাজয়ী বাঙালি অ্যাথলিটদের জানানো হল বিশেষ সম্মান
#কলকাতা: এশিয়ান গেমসে বাংলার মুখ যাঁরা উজ্জ্বল করেছেন তাঁদের সম্বর্ধিত করা হল Rising Bengal-র মঞ্চে ৷ হাজির ছিলেন এশিয়ান গেমসের তিন সোনা জয়ী ৷ ব্রিজে সোনা জয়ী প্রণব বর্ধন ও শিবনাথ সরকার এবং হেপ্টাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মন ৷
তিন সোনা জয়ীর হাতে আর্থিক পুরস্কার ও স্মারক তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এদিকে এই মঞ্চেই ফের এক সুখবর এল হেপ্টাথেলনে সোনা জয়ী উত্তরবঙ্গের মেয়ে স্বপ্নার জন্য ৷ এশিয়ান গেমসে সোনার পদক পাওয়ার পরই তাঁকে দশ লক্ষ টাকা ও চাকরি দিয়েছিল রাজ্য সরকার ৷
স্বপ্না যেহেতু কলকাতার মেয়ে নন কিন্তু সাইতে থেকে তাঁকে কলকাতায় অনুশীলন করতে হয় তার জন্য বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন স্বপ্না ৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে একটি ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন তিনি ৷ এদিন রাইজিং বেঙ্গলের মঞ্চেই তাঁকে সেই ফ্ল্যাট দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায় ৷
advertisement
advertisement
এদিকে খুশিতে আপ্লুত স্বপ্না নিজেদের এলাকার গান গেয়ে চমকে দিলেন উপস্থিত সকল অতিথি অভ্যাগতকে ৷
#RisingBengal - এর মঞ্চে সোনার মেয়ে স্বপ্না বর্মন ৷ তাঁকে সংবর্ধনা নিউজ 18 বাংলার ৷ উত্তরীয় পরিয়ে বরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ pic.twitter.com/vgziafh1ei
— News18Bangla (@News18Bengali) September 14, 2018
advertisement
#RisingBengal - এর মঞ্চে অন্যরূপে সোনার মেয়ে স্বপ্না বর্মন ৷ গাইলেন গান ৷ pic.twitter.com/0QSiCHUJaR
— News18Bangla (@News18Bengali) September 14, 2018
#RisingBengal সন্তোষপুরের প্রণব বর্ধন এবং হাওড়ার সালকিয়ার শিবনাথ দে সরকার। তাসের খেলায় জুটি বেঁধে সোনা ৷ তাদের নিউজ 18 বাংলার সংবর্ধনা ৷ pic.twitter.com/opDkVpswOM
— News18Bangla (@News18Bengali) September 14, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2018 9:13 PM IST