কোচ কে হচ্ছেন, এখনও সিদ্ধান্ত হয়নি....শাস্ত্রীর নাম ঘোষণার পর হঠাৎই বোর্ডের ‘দুসরা’

Last Updated:

কোহলিদের নতুন কোচ নিয়ে জটিলতা কাটল না

#মুম্বই: টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ের কাজে নাটক এখনও শেষ হল না ৷ কোহলিদের নতুন হেড কোচ হচ্ছেন রবি শাস্ত্রী ৷ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন তিনিই ৷ আজ এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লেও সেটা আদতে সত্যি নয় বলেই জানাল বিসিসিআই ৷ ভারতীয় দলের নতুন কোচ নিয়ে তাই জটিলতা এখনও কাটল না ৷
শাস্ত্রীর নাম ঘোষণার পরেও বোর্ডের হঠাৎ ‘দুসরা’ ! সাংবাদিক সম্মেলন করে  বিসিসিআই-এর কার্য-নির্বাহী সচিব অমিতাভ চৌধুরির দাবি , ‘‘ কোচ নির্বাচনের দায়িত্বে থাকা ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি এখনও কারোর নাম মনোনীত করেনি ৷ ’’ সেইসঙ্গে শাস্ত্রীর প্রসঙ্গও এদিন সরাসরি এড়িয়ে গিয়েছেন তিনি ৷ শাস্ত্রী পরবর্তী কোচ হচ্ছেন কী না, সেই প্রশ্ন এড়িয়ে যান অমিতাভ ৷
advertisement
এর আগে কোচের নাম ঘোষণার জন্য উপদেষ্টা কমিটির উপর পাল্টা চাপ তৈরি করতে শুরু করেন প্রশাসকরা। সেই চাপে বিকেলেই খবর ছড়িয়ে পড়ে যে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। ভুল খবর ছড়িয়ে পড়তেই রাতারাতি সাংবাদিক সম্মেলনে বসতে হয় অমিতাভ চৌধুরিকে ৷ কোচের দৌড়ে কে এগিয়ে ? কবে ঘোষণা হবে কোচের নাম ? ইত্যাদি সব প্রশ্নই এদিন এড়িয়ে গিয়েছেন অমিতাভ ৷  শুধু বলেন, অ্যাডভাইজারি কমিটি এখনও কারোর নাম ঘোষণা করেনি ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কোচ কে হচ্ছেন, এখনও সিদ্ধান্ত হয়নি....শাস্ত্রীর নাম ঘোষণার পর হঠাৎই বোর্ডের ‘দুসরা’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement