ইডেনে শাহরুখের দলের `রানা প্রতাপ' হতে চান নীতিশ! কলকাতার সমর্থকদের আশীর্বাদ চাইলেন
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Nitish Rana hopeful of performing well for KKR at home ground Eden Gardens. ইডেনে শাহরুখের দলের রানা প্রতাপ হতে চান নীতিশ! কলকাতার সমর্থকদের আশীর্বাদ চাইলেন
কলকাতা: সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না নীতিশ রানা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া দিল্লির এই ব্যাটার। পরপর ম্যাচে খুবই কম রানে আউট হওয়ার দরুন দিল্লি রঞ্জি দল থেকে বাদ পড়েন রানা। গ্রূপ লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ফেরেন তিনি। কিন্তু ১১ ও ৬ রান করেন তিনি।
নীতিশ রানার পছন্দের ফরম্যাট টি-২০। আইপিএলে কেকেআরের হয়ে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ঘরোয়া ১৬১ টি টি-২০ ম্যাচ খেলার পর তার স্ট্রাইক রেট ১৩৬। শাহরুখ খানের দলে ব্যাটিং এর অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নীতিশ। বা হাতি এই ব্যাটার সোশ্যাল মিডিয়ায় তার অনুশীলনের ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তাকে দারুন কিছু শট মারতে দেখা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন - `মেসির সঙ্গে শারীরিক সম্পর্ক যেন মৃতদেহের সঙ্গে যৌনতা'! আর্জেন্টাইন মডেলের অভিযোগে ঝড় উঠেছিল
নীতিশ রানা বলেন, এই মরসুমের আইপিএলে খেলার জন্য মুখিয়ে আছি। আমি কঠোর অনুশীলন করছি ও আমার খেলার খুঁটিনাটি উন্নতি করার চেষ্টা করছি। আমি বর্তমানে মানসিকভাবে খুব ভালো জায়গায় আছি, আমি নিশ্চিত, আমি ব্যাট হাতে দলকে সাফল্য এনে দিতে পারবো। নীতিশ রানা প্রাক্তন মুম্বই অধিনায়ক তথা কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের অধীনে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন।
advertisement
advertisement
🚨|🎙| "It was great to meet my teammates in the camp. I have always said KKR is like family to me, and I enjoy playing for this team." - Nitish Rana
— KnightRidersXtra (@KRxtra) February 27, 2023
নীতিশ আরো বলেন , ক্যাম্পে দলের সতীর্থদের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। আমি সবসময় বলি কেকেআর আমার কাছে পরিবারের মত, আমি এই দলে খেলতে উপভোগ করি। আমি সবসময় আমার বোলিংকেও উন্নত করতে চেষ্টা করি। আমার খেলায় যা খুব গুরুত্বপূর্ণ সংযোজন।
advertisement
নীতিশ প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত ও সহকারী কোচ অভিষেক নায়ারেরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চান্দু স্যার ও অভিষেক নায়ার খুব উৎসাহ দিচ্ছেন প্রস্তুতি শিবিরে, আমার সীমাবদ্ধতা পরীক্ষা করার পাশাপাশি, আমার ক্ষমতা আরো বাড়ানোর উপর তারা জোর দিচ্ছেন।
Stylish left-hander Nitish Rana joins the KKR team for the preparatory camp ahead of IPL 2023https://t.co/g1cUN1OFkL#NitishRana #KKR #IPL #IPL2023 pic.twitter.com/BsPQnhtWky
— CricketNews.com (@cricketnews_com) February 28, 2023
advertisement
আইপিএলে ২০১৬ সাল থেকে খেলছেন নীতিশ। এখনো পর্যন্ত ৯১ টি ম্যাচ খেলেছেন তিনি , ১৩৪ এর স্ট্রাইক রেটে করেছেন ২১৮১ রান, নিয়েছেন ৭ উইকেট। আগামী পয়লা এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 10:59 PM IST