IND vs NZ In WT20: ২৯তম জন্মদিন, ইস সোধিকে 'জীবনের সেরা' উপহার দিয়ে গেলেন কোহলি, রোহিত!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs New Zealand In WT20: পাকিস্তানের হয়ে আগেরদিন যে কাজটা শাহিন আফ্রিদি করেছিলেন, এদিন নিউ জিল্যান্ডের হয়ে সেটাই করলেন ইস সোধি।
#দুবাই: আজ ২৯তম জন্মদিন তাঁর। এমন দিনে তিনি কি না বড় ম্যাচ খেলতে নেমেছেন। যদিও নিউ জিল্যান্ডের দিক থেকে বিচার করলে ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচ তাদের জন্য সত্য়িই কি বড়! নাকি এই ম্যাচে যাবতীয় চিন্তা শুধু ভারতীয় শিবিরেই! ম্যাচের শুরু দেখলে যে কারও মনে হবে, এই ম্যাচে সমস্ত চাপ ভারতের উপরই। নিউ জিল্যান্ড সেখানে এমন ম্যাচে টস জিতেই যেন অর্ধেক চাপ ঘাড় থেকে নামিয়ে ফেলেছিল।
আজকের ম্যাচ ভারতীয় দলের কাছে মরণ-বাঁচন। আজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলে ভারতীয় দলের উপর চাপ বাড়বে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতীয় দল চলতি টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারে। আর আজ জিতলে কোহলিদের সেমিফাইনালের ওঠারর আশা বেঁচে থাকবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ভারতীয় দলের টপ-অর্ডার নড়বড়ে। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ভারতীয় টপ-অর্ডার ভেঙে পড়েছিল। এদিনও সেই একই পরিস্থিতির রিপ্লে হল যেন!
advertisement
আরও পড়ুন- হ্যামস্ট্রিংয়ে চোট, টি২০ বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব !
রোহিত শর্মাকে ওপেনিং-এ না এনে বাঁ-হাতি কিউয়ি পেসারের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু তাতে লাভের লাভ কিছু হল না। রোহিত শুরুতেই ক্যাচ দিয়েছিলেন। আজও আগের দিনের মতোই খুব তাড়াতাড়ি প্যাভিলিয়ন-এর পথ ধরতে পারতেন হিটম্যান। অবশ্য তিনি ফিরলেনও তাড়াতাড়ি। মাত্র ১৪ রানে। ওপেনিং জুটি কে এল রাহুল ও ঈশাম কিষানও ফ্লপ। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের সমর্থকরা তাকিয়ে থাকেন বিরাট কোহলির দিক। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কোহলিই সম্মানজনক দাঁড় করিয়েছিলেন ভারতীয় দলকে। কোহলির হাফ সেঞ্চুরির দৌলতেই ১৫০ রানের গণ্ডি পেরিয়েছিল ভারত।
advertisement
advertisement
জীবনের সব দিন তো আর রোববার হয় না। এটাই এদিন বুঝলেন কোহলি। আর নিউ জিল্যান্ডের স্পিনার ইস সোধিকে জন্মদিনে সেরা উপহার দিয়ে গেলেন। একা বিরাট নন, রোহিত শর্মাও এদিন উইকেট ছুঁড়ে দিলেন সোধিকে। ২৯তম জন্মদিনে কোহলি ও রোহিত শর্মার উইকেট। জন্মদিনে এর থেকে ভাল উপহার কি আর পেতেন সোধি!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2021 8:53 PM IST