advertisement

FIFA World Cup New Rule: ফুটবলের চিরন্তন ঐতিহ্যের ৪৫ মিনিটের দুই অর্ধ আর থাকবে না, ২০২৬ এ ৩ মিনিটের হাইড্রেশন ব্রেক

Last Updated:

New Rule In Fifa World Cup: প্রতি ম্যাচেই প্রত্যেক অর্ধে ২২ মিনিটের মাথায় হাইড্রেশন ব্রেক নেওয়া হবে। ৩ মিনিট করে সময় ধার্য করা হয়েছে এই ব্রেকের জন্য।

বিশ্বকাপে এবার সব ম্যাচেই বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক  Photo- Collected (FIFA)
বিশ্বকাপে এবার সব ম্যাচেই বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক Photo- Collected (FIFA)
কলকাতা: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো ও ক্যানাডা— এই তিন দেশে৷  চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বের সূচি। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় ফুটবলপ্রেমীরা। এর মাঝেই বিশ্বকাপে নতুন নিয়ম বাধ্যতামূলক করল FIFA। আগে আবহাওয়া, ম্যাচের ভেন্যু অথবা স্টেডিয়ামের প্রযুক্তির উপরে নির্ভর করত কুলিং ব্রেক নেওয়া হবে কি না। এবার এই ব্রেক  বাধ্যতামূলক করা হল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে৷  FIFA-র পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দুই অর্ধেই নেওয়া হবে হাইড্রেশন ব্রেক। প্রতিটা ম্যাচেই এই নিয়ম পালিত হবে।
৪৫ মিনিটের ট্র্যাডিশানাল দুটি হাফ খেলানোর সিদ্ধান্তটি ২০২৬ বিশ্বকাপ আগের কোনও টুর্নামেন্টে দেখা যাবে না। আগামী বছরের বিশ্বকাপ জুন এবং জুলাই মাসে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, যার ফলে আয়োজকদের আশঙ্কা একাধিক স্টেডিয়ামে রীতিমতো গরমে নাজেহাল হতে হবে৷
advertisement
advertisement
প্রতি ম্যাচেই প্রত্যেক অর্ধে ২২ মিনিটের মাথায় হাইড্রেশন ব্রেক নেওয়া হবে। ৩ মিনিট করে সময় ধার্য করা হয়েছে এই ব্রেকের জন্য। জলপান ছাড়াও, ম্যাচের মাঝে প্লেয়াররা যাতে ক্লান্ত না হয়ে পড়েন, তা ভেবেই এই সিদ্ধান্ত। আগে অতিরিক্ত গরমে বা খোলা মাঠে খেলা হলে এই ব্রেক দেওয়া হতো।
এ বার কভার যুক্ত স্টেডিয়াম কিংবা উন্নত মানের এয়ার কন্ডিশনিং প্রযুক্তি ব্যবহার করা হলেও এই হাইড্রেশন ব্রেক নেওয়া হবে। এর ফলে প্রতিটা অর্ধ ইনজুরি টাইম বাদ দিয়ে প্রায় ৪৮ মিনিটের হতে চলেছে, যা গোটা ম্যাচের সময় আরও ৬-৭ মিনিট বাড়িয়ে দিচ্ছে।
advertisement
তবে ম্যাচ অফিসিয়ালদের বিশেষ ভূমিকা থাকছে না এই নিয়মের ক্ষেত্রে। যদি কখনও দেখা যায় ২২ মিনিটের আগে চোট বা অন্য কারণে খেলা স্থগিত আছে কিছুক্ষণের জন্য, তখন সেটার সঙ্গে এই হাইড্রেশন ব্রেক জুড়ে যেতে পারে। FIFA-র চিফ টুর্নামেন্ট অফিসার মানোলো জ়ুবিরানা জানিয়েছেন এই কথা।
আগে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোলে তবেই নেওয়া যেত কুলিং ব্রেক। এ বার সেই নিয়মও পাল্টে গেল। সম্প্রতি USA-তে ক্লাব বিশ্বকাপে অতিরিক্ত আর্দ্রতার জন্য সমস্যায় পড়েছিলেন ফুটবলাররা। তাই বিশ্বকাপের আগে এই সতর্কতামূলক পদক্ষেপ FIFA-র।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
FIFA World Cup New Rule: ফুটবলের চিরন্তন ঐতিহ্যের ৪৫ মিনিটের দুই অর্ধ আর থাকবে না, ২০২৬ এ ৩ মিনিটের হাইড্রেশন ব্রেক
Next Article
advertisement
Is There A Rise Or Fall In Gold Price: শনিবার সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ গ্রামের দাম
শনিবার সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ গ্রামের দাম
  • সোনার দাম কেন এত বাড়ছে বা কখন কমবে?

  • বিনিয়োগ হিসেবে সোনা কতটা লাভজনক?

  • এখন সোনা কেনা কি ঠিক হবে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement