সুপ্রিম রায়ের পাল্টা চালে শ্রীনিকেই বিরোধী মুখ বাছলেন ক্ষমতাচ্যুতরা !
Last Updated:
টালমাটাল বোর্ডে সুপ্রিম রায়ের পাল্টা চালে শ্রীনিকেই বিরোধী মুখ বাছলেন ক্ষমতাচ্যুতরা।
#মুম্বই: টালমাটাল বোর্ডে সুপ্রিম রায়ের পাল্টা চালে শ্রীনিকেই বিরোধী মুখ বাছলেন ক্ষমতাচ্যুতরা। শনিবার বেঙ্গালুরুতে মহা-বৈঠকে দেশের সব ক্রিকেট প্রশাসককে আমন্ত্রণ শ্রীনিবাসনের। যাচ্ছেন অনুরাগ, শিরকে, পওয়াররা। বৈঠক থেকে দূরত্ব বজায় রাখছেন সৌরভ, চুপ অভিষেক। তবে যোগ দেবেন বিশ্বরূপ-সুবীর।
সুপ্রিম কোর্টের বাউন্সার সামলাতে আসরে নামছেন শ্রীনিবাসন। বোর্ডে সংস্কারের টালমাটাল ঢেউয়ে শ্রীনিকেই হাল ধরার জন্য এগিয়ে দিলেন অনুরাগ, শিরকে, পওয়াররা। শনিবারই বেঙ্গালুরুতে সব ক্রিকেট প্রশাসককে নিয়ে অঘোষিত বৈঠকে বসছেন চেন্নাইয়ের দুঁদে ক্রিকেটকর্তা। বিকেলে গার্ডেন সিটির হোটেলে মহা-বৈঠকে যোগ দিতে দেশভর থেকে উড়ে আসছেন লোধার সুপারিশে ক্ষমতাচ্যুত ক্রিকেট প্রশাসকরা। কলকাতা থেকে বৈঠকে যোগ দিতে শনিবার সকালেই উড়ে যাচ্ছেন বিশ্বরূপ-সুবীররা। অভিষেক ডালমিয়া যাবেন কী না, তা এখনও পরিস্কার নয়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠমহলে ইঙ্গিত দিয়েছেন, সচেতন ভাবেই বৈঠক থেকে সমদূরত্ব বজায় রাখতে চান।
advertisement
এতদিনের মৌরসিপাট্টা যেতে বসেছে দেখেই পারস্পরিক বিবাদ ভুলে আপাতত শ্রীনির মুখ চেয়ে সব কর্তারা। বৈঠকে শ্রীনিই পরবর্তী রোডম্যাপ ঠিক করে দেবেন। তবে কর্ণাটক ক্রিকেট সংস্থা থেকে পদত্যাগ করলেও বৈঠকে আহ্বায়কের ভূমিকায় থাকছেন ব্রিজেশ প্যাটেল। এদিকে বোর্ডে সংস্কারের সুনামি ঠেকাতে পাল্টা আইনি প্যাঁচের ভাবনাও চলছে। তবে কি হকির মত বোর্ডও দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কায় ? ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ নিয়ে আপাতত কারও মাথাব্যাথাই নেই। লোধার বিমারের মুখে গণ-পদত্যাগের হিড়িক ওড়িশা, উত্তরপ্রদেশের মত বহু রাজ্য ক্রিকেট সংস্থাতেই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2017 2:03 PM IST