corona virus btn
corona virus btn
Loading

টেবিল শীর্ষে কলম্বো এফসি, প্রতিপক্ষকে মেপে নিয়ে খেলার ভাবনা বাগানে

টেবিল শীর্ষে কলম্বো এফসি, প্রতিপক্ষকে মেপে নিয়ে খেলার ভাবনা বাগানে

আই লিগের হাইওয়েতে ফোর্থ গিয়ারে দল। এএফসি তে ভাঙা দল নিয়ে ধাক্কা খেলে প্রভাব পড়তে পারে আই লিগে।

  • Share this:

#কলকাতা: আই লিগের হাইওয়েতে ফোর্থ গিয়ারে দল। এএফসি তে ভাঙা দল নিয়ে ধাক্কা খেলে প্রভাব পড়তে পারে আই লিগে। কলম্বো এফসির বিরুদ্ধে নামার আগে বাগানে তাই চরম সতর্কতা। ২০০৮-এ পথ চলা শুরু। লঙ্কার ফুটবলে কলম্বো এফসি নেহাতই নতুন, আনকোরা। তবে এই মুহূর্তে দেশের অন্য ফুটবল ক্লাবগুলোকে পিছনে ফেলে শীর্ষে এই কলম্বো এফসি। দলে তিন নাইজিরিয় ফুটবলার। ডিফেন্সে মোমাস ইয়াপো, আপফ্রন্টে আফিজ ওলোফিন ও ডেভিড ওসোগি। দলে তারকা ফুটবলার জারওয়ান জোহার ও নিরন কনিষ্ক।

এমনই এক অজানা, নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এএফসি অভিযান শুরু মোহনবাগানের। সোনি নর্ডি, এডুয়ার্ডকে ছাড়াই কলম্বো এফসির বিরুদ্ধে নামার আগে বাগানে ঘুরছে নানা অঙ্ক। ডিফেন্স ও মাঝমাঠ নিয়ে পারমুটেশন-কম্বিনেশন। অ্যাওয়ে ম্যাচে প্রথম লক্ষ্য অবশ্যই এক পয়েন্ট। আই লিগে জয়ের মধ্যে রয়েছে দল। এএফসি তে খারাপ পারফর্ম্যান্স প্রভাব ফেলতে পারে আই লিগে। তাই হার এড়িয়ে কলম্বো টু কলকাতার ফ্লাইটে ওঠাই মিশন টিম সবুজ মেরুনের।

First published: January 30, 2017, 6:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर