ভারতের ফাস্ট বোলিং কারখানা হতে তৈরি জম্মু-কাশ্মীর! লাইনে দাঁড়িয়ে তিন ভয়ঙ্কর পেসার

Last Updated:

Many more fast bowlers from Jammu and Kashmir ready to play for India after Umran Malik. হিরো উমরান মালিক, কাশ্মীর থেকে ভারতের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন তরুণ পেসারদের

ফাস্ট বোলিংয়ের নতুন সাপ্লাই লাইন হতে প্রস্তুত জম্মু কাশ্মীর
ফাস্ট বোলিংয়ের নতুন সাপ্লাই লাইন হতে প্রস্তুত জম্মু কাশ্মীর
#শ্রীনগর: উমরান মালিক আইপিএলে তার বলের গতিতে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। জম্মু ও কাশ্মীরের মত পিছিয়ে পড়া রাজ্য থেকে উঠে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উত্থানের পরই মানুষের নজর যাচ্ছে জম্মু ও কাশ্মীরের ক্রিকেট পরিকাঠামোর দিকে। তাদের প্রশিক্ষণের পরিকাঠামো এতটাই অনুন্নত যে ফাস্ট বোলিং প্রতিভার আঁতুড়ঘর হওয়া সত্ত্বেও সেখান থেকে উঠে আসে না কোনো বোলার।
স্বাধীনতার পরবর্তী ইতিহাসে তারা মাত্র দুবার জায়গা পেয়েছে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে। এরকম প্রতিভায় পরিপূর্ণ রাজ্যের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হয় জম্মু ও কাশ্মীরের এক প্রশিক্ষক ও প্রাক্তন ক্রিকেটারকে। প্রাক্তন জম্মু ও কাশ্মীর অধিনায়ক সলিমুল্লাহ বেইঘ মনে করছেন জম্মু কাশ্মীরের ক্রিকেটীয় সাফল্য না আসার পিছনে সবথেকে বড় কারন পরিকাঠামোর অভাব।
advertisement
আরও পড়ুন - 'নেইমারকে রাখলে পিএসজি ছেড়ে দেব' ক্লাবের মালিককে খোলা শর্ত দিলেন এমবাপে
ভাল ব্যাটসম্যান এবং ভালো স্পিনার তৈরি করার জন্য প্রয়োজন হয় পরিকাঠামোর কিন্তু ফাস্ট বোলিংয়ের জন্য শুধু প্রতিভাটাই যথেষ্ট। তিনি মনে করছেন তার রাজ্যের ছেলেদের খাদ্যাভাসই মূল কারণ যার জন্য পেস বোলিংয়ে এত দক্ষ তারা। তিনি বললেন, জম্মু ও কাশ্মীর সবসময় ফাস্ট বোলারে সমৃদ্ধ। আমাদের ক্রিকেট ইতিহাস দেখলে বোঝা যাবে রঞ্জি এবং ঘরোয়া ক্রিকেটে ৯০% ম্যাচ আমরা জিতেছি তার মূল অবদান আমাদের ফাস্ট বোলারদের।
advertisement
advertisement
আমাদের ব্যাটিং এবং স্পিন বোলিং সবসময় দুর্বল ছিল বিপক্ষের থেকে, কিন্তু ফাস্ট বোলিংয়ে আমরা শীর্ষে। তাকে জিজ্ঞেস করা হয় ভারতীয় ক্রিকেটে জম্মু কাশ্মীর থেকে আসা ফাস্ট বোলার দেখতে পাওয়া যায় না কেনো। যার উত্তরে বেইঘ জানান নির্বাচকরা নজর দেয় না জম্মু ও কাশ্মীরের প্লেয়ারদের ওপর, তারা সবসময় দিল্লী মুম্বই কর্ণাটক থেকে বেছে নেয় প্লেয়ার।
advertisement
রঞ্জি ট্রফি পাতি গ্রুপের ম্যাচ তাকিয়ে দেখে না কোনো নির্বাচকই। তিনি বললেন সব থেকে বেশি হয়তো জোনাল স্তরে খেলার জায়গা পেত এখানকার বোলাররা, কিন্তু সেই দলের অধিনায়করা হত দিল্লির, যার জন্য কখনও জম্মু কাশ্মীরের প্লেয়ারদের নাম উল্লেখ করতেন না তারা।
জম্মু কাশ্মীরের কয়েকজন প্রতিভাবান বোলারের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, মুজতবা ইউসুফ - আমি তার বোলিং অ্যাকশন এবং রান আপ পছন্দ করি। শাহরুখ দার - তিনি ইতিমধ্যেই সানরাইসার্স হায়দ্রাবাদের নেট বোলার। তিনি দুদিকেই বল সুইং করাতে পারেন। উমরান যেভাবে নাম করেছে সেটা দেখে ভবিষ্যতে ভারতীয় দলের জন্য জম্মু-কাশ্মীর থেকে আরও ফাস্ট বোলার উঠে আসবে মনে করেন সলিমুল্লাহ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের ফাস্ট বোলিং কারখানা হতে তৈরি জম্মু-কাশ্মীর! লাইনে দাঁড়িয়ে তিন ভয়ঙ্কর পেসার
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement