জঘন্য খেলেই হার রেড ডেভিলসদের

Last Updated:

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হল না দুই ম্যাঞ্চেস্টারেরই৷ ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি মঙ্গলবার হেরে গেল লুই ফান গলের দল ইউনাইটেডও ৷ পিএসভির কাছে ২-১ হেরেই লিগ অভিযান শুরু করল রেড ডেভিলসরা ৷

#আইন্দোভেন:  চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হল না দুই ম্যাঞ্চেস্টারেরই৷ ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি মঙ্গলবার হেরে গেল লুই ফান গলের দল ইউনাইটেডও ৷ পিএসভি আইন্দোভেন-এর কাছে ২-১ হেরেই লিগ অভিযান শুরু করল রেড ডেভিলসরা ৷
এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল গলের টিম ৷ চোটের জন্য এমনিতেই খেলতে পারেননি ম্যান ইউ অধিনায়ক ওয়েন রুনি ৷ ফলে ফরোয়ার্ডের ধার অনেকটাই কমে গিয়েছিল ৷ তার উপর আবার ম্যাচের ২৪ মিনিটে চোটের জন্য মাঠ ছাড়তে হয় দলের ডিফেন্ডার লুক শ-কে৷ ম্যাচের ৩৮ মিনিটে বাস্তিয়ান সোয়াইনস্টাইগারকে ফাউল করায় ফ্রি-কিক পায় ম্যাঞ্চেস্টার ৷ কিন্ত সেটাকে কাজে লাগাতে পারেনি গলের ছেলেরা ৷  এর তিন মিনিটের মধ্যেই  প্রাক্তন পিএসভির ফুটবলার মেম্ফিস ডিপের গোলে এগিয়ে যায় গলের ছেলেরা ৷ প্রথমার্ধের একেবারে শেষ ভাগে পিএসভি-কে সমতায় ফেরান মোরেনো৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলা থেকে হারিয়ে যায় ম্যান ইউ৷ যার সুযোগ পুরোপুরি নিতে সফল পিএসভি৷ ম্যাচের  ৫৭ মিনিটে নারসিংয়ের গোলই ম্যান ইউ’র কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
জঘন্য খেলেই হার রেড ডেভিলসদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement