• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #IPL2019: শুরুতেই তুমুল বিতর্ক , চেন্নাইয়ের পিচ নিয়ে না খুশ তাঁরা, সাফ জানিয়ে দিলেন ধোনি-কোহলি

#IPL2019: শুরুতেই তুমুল বিতর্ক , চেন্নাইয়ের পিচ নিয়ে না খুশ তাঁরা, সাফ জানিয়ে দিলেন ধোনি-কোহলি

Photo Courtesy-IPL

Photo Courtesy-IPL

 • Share this:

  #চেন্নাই : হেরে যাওয়া দলের অধিনায়ক ও জয়ী দলের অধিনায়ক দু‘জনেই এক বাক্যে মেনে নিলেন চিপকের পিচ মোটেই সুবিধার ছিল না ৷ আইপিএল মানেই ক্রিকেট ধামাকা ৷ সেক্ষেত্রে বলের কেরামতির চেয়ে ব্যাটে রানের ফুলঝুরিই দেখতে অভ্যস্ত সকলে ৷ কিন্তু চিদাম্বরম স্টেডিয়ামের পিচে দুটি দলেই কার্যত ১৭ ওভার খেলে তুলল মাত্র ৭০ করে রান ৷

  প্রথমে ব্যাট করার সময় উইকেট পরপর হারায় আরসিবি, তাতে যেমন তাদের ক্রিকেটারদের দোষ ছিল তেমনিই সিএসকে বোলারদের গুণ ছিল ৷ তবে ,সবচেয়ে বড় ভিলেন ছিল উইকেট ৷ উইকেটে যেভাবে বল ঘুরছিল তা সত্যিই বেশ চাপের ছিল ক্রিকেটারদের পক্ষে সামলানো ৷ যা নিয়ে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি দুই অভিজ্ঞ ক্রিকেটারই একমত ৷

  পাশাপাশি দুজনেই দাবি জানিয়েছেন এই ধরণের পিচ না দিলেই ভালো হয় আইপিএলের জন্য ৷ এদিকে ধোনি আরও জানিয়েছেন এদিনের আগে যেহেতু এই পিচে তাঁরা অনুশীলন ম্যাচ খেলেছিলেন তাই কিছুটা ধারণা তাদের পিচ সম্পর্কে ছিল ৷ কিন্তু শিশির-পিচের ঘূর্নি সবকিছু মাথায় রাখলেও পিচকে ভিলেন বলতে বাধলো না কোনও পক্ষের অধিনায়কেরই ৷

  First published: