Home /News /sports /

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এবার জয়বর্ধনেও ?

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এবার জয়বর্ধনেও ?

Photo Courtesy: Getty Images

Photo Courtesy: Getty Images

আজ,সোমবার বোর্ডের বিশেষ সাধারণ সভার এজেন্ডাতেও ঢুকে পড়তে চলেছে কোহলিদের কোচ বিতর্ক।

 • Share this:

  #মুম্বই: আজ,সোমবার বোর্ডের বিশেষ সাধারণ সভার এজেন্ডাতেও ঢুকে পড়তে চলেছে কোহলিদের কোচ বিতর্ক। নতুন কোচের দৌড়ে টম মুডির পর এবার ঢুকে পড়েছে মাহেলা জয়বর্ধনের নাম। সোমবার কোচ ইস্যুতে সচিন-সৌরভ-লক্ষ্মণদের উপদেষ্টা কমিটির সঙ্গে একপ্রস্থ বৈঠক করবেন প্রশাসক প্যানেলের প্রধান। যদিও জয়বর্ধনে নিজে জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে একেবারেই নেই তিনি ৷ গোটা ঘটনা দেখে ট্যুইটারে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন জয়বর্ধনে ৷ সাফ জানিয়েছেন, এখন কোনওমতেই পূর্ণ সময়ের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না তিনি ৷

  রবিবার ফের বোর্ডের সভায় যোগ দিলেন শ্রীনিবাসন। একইসঙ্গে জোরাল প্রশ্ন তুললেন আইসিসিতে ভারতীয় বোর্ডের লভ্যাংশ কমা নিয়েও।

  ঠারেঠোরে অনুগামীদের সামনে ফের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের একহাত নিলেন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার ৭০ পেরনো কর্তা। এদিকে বিসিসিআই-এর ছাতার তলায় থাকা সব রাজ্য সংস্থার সঙ্গে রবিবার বৈঠক করলেন বিনোদ রাই। এদিনের বৈঠকে সিএবি-র প্রতিনিধিত্ব করেন সৌরভ। এনসিসি-র তরফ থেকে ছিলেন অভিষেক ডালমিয়া। তবে কোচ প্রসঙ্গে বিশেষ কিছু বলতে চাননি সৌরভ।

  First published:

  Tags: BCCI, Cricket, Mahela Jayawardene, N. Srinivasan, মাহেলা জয়বর্ধনে

  পরবর্তী খবর